প্রকাশিত: ৮:০৯ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০২৩
অনলাইন ডেস্ক : ইকুয়েডরে বিশাল ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে।
কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, প্রায় এক সপ্তাহ আগে এ ভূমিধসের ঘটনায় উদ্ধারকারী দল এখনও প্রায় কয়েক ডজন নিখোঁজ লোকের সন্ধান করছে।কর্মকর্তারা জানিয়েছেন, মুষলধারার বৃষ্টির পর, গত রবিবারের শেষ দিকে পাহাড়ের একটি বিশাল অংশ ভেঙে পড়ে এবং আলাউসি শহরের কিছু অংশ চাপা পড়ে, এতে অন্তত ১৬৩টি বাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্থ হয়েছে।
উদ্ধারকারীরা রাজধানী কিতো থেকে প্রায় ১৮০ মাইল (৩০০ কিলোমিটার) দক্ষিণের শহরটিতে ধ্বংসস্তুপের মধ্যে গত ছয়দিন ধরে কয়েক ডজন লোকের সন্ধান চালিয়ে যাচ্ছে। এতে মৃতের সংখ্যা ক্রমাগতভাবে বেড়ে চলেছে।
শুক্রবার ঝুঁকি ব্যবস্থাপনা মন্ত্রনালয় জানায়, ২৩ জন মারা গেছে, ৩৮ জন আহত হয়েছে এবং ৬৭ জন নিখোঁজ রয়েছে।
তবে শনিবারের মধ্যে এই সংখ্যা বেড়েছে, ভূমি ধ্বসের পর ‘২৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে।’ জাতীয় প্রসিকিউটর অফিস টুইটারে এ কথা জানায়।
ঠিক এক সপ্তাহ আগে একই অঞ্চলে ভূমিকম্প হয়েছিল যাতে ১৫ জন নিহত হয়।
কয়েক মাস ভারী বৃষ্টিপাতের পর, সরকার গত সপ্তাহে দেশের ২৪টি প্রদেশের মধ্যে ১৩টিতে দুই মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছে, ক্ষতিগ্রস্ত এলাকায় পুনরায় ত্রাণ সহায়তা বিতরণ করার অনুমতি দিয়েছে।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest