প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ণ, মার্চ ২৫, ২০২৩
সিলেট টুয়েন্টিফোর এক্সপ্রেস : অর্চিতা স্পর্শিয়া বর্তমানে ওয়েব সিরিজ ও চলচ্চিত্রে ব্যস্ত হয়ে পড়েছেন। ‘আবার বসন্ত’, ‘কাঠবিড়ালী’র মতো সিনেমায় অভিনয়ের দ্যুতি ছড়িয়ে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন।
সম্প্রতি ‘মায়ের বিয়ে’ নামে নাটকে অভিনয় করেছেন তিনি। এই নাটকে স্পর্শিয়াকে মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এটি রচনা করেছেন আল আমিন স্বপন ও পরিচালনা করেছেন মামুন আব্দুল্লাহ।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, নাটকের গল্প ও আমার চরিত্রটি একেবারই ভিন্ন। এমন চরিত্রে আগে কখনো কাজ করিনি। এ নাটকে আমাকে মায়ের চরিত্রে দেখা যাবে। খুব যত্ন নিয়ে অভিনয় করেছি। আশা করি দর্শকদের ভালো লাগবে।
জানা গেছে, ইতোমধ্যেই ‘মায়ের বিয়ে’ নাটকটির দৃশ্যধারণ শেষ হয়েছে। নাটকটি আসছে ঈদুল ফিতরের আয়োজনে কোন একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।
অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া ২০১৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাফসান আহসানের সঙ্গে । কিন্তু পরে ২০১৭ সালে আলাদা হয়ে যান যান তারা। এরপরে একাই সিঙ্গেল জীবন কাটাচ্ছেন স্পর্শিয়া। বর্তমানে সংখ্যার চেয়ে কাজের মানে গুরুত্ব দিয়ে ক্যারিয়ারে এগোচ্ছেন এই অভিনেত্রী।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest