এশিয়া কাপে স্বর্ণ জয় বাংলাদেশের

প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৩

এশিয়া কাপে স্বর্ণ জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : চাইনিজ তাইপেতে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং আরচ্যারি টুর্নামেন্ট স্টেজ-১ এ স্বর্ণ জিতেছে বাংলাদেশ। আজ রোববার (১৯ মার্চ) কাজাখস্তানের বিপক্ষে ফাইনালে বাংলাদেশ ৫-৩ সেট পয়েন্টে জয়লাভ করেছে। রিকার্ভ মিশ্র ইভেন্টে দিয়া সিদ্দিকী ও হাকিম আহমেদ রুবেল অংশ নিয়েছেন।

 

আজ ফাইনালে প্রথম সেটে বাংলাদেশ হেরেছিল। সেখানে কাজাখস্তান ৩৮-৩৬ পয়েন্টে জেতে। প্রথম সেট হারলেও পরের দুই সেট বাংলাদেশ জিতেছে যথাক্রমে ৩৫-৩৬ ও ৩৩-৩৭ পয়েন্টে। পরবর্তীতে বাংলাদেশ তিন সেটে ৪-২ পয়েন্টে লিড পায়। শেষ সেটে ৩৯-৩৯ পয়েন্টে ড্র হলে, বাংলাদেশ ৫-৩ সেট পয়েন্টে স্বর্ণ জিতে নেয়।

 

এদিকে, রিকার্ভ মিশ্রে স্বর্ণে জেতার পর ব্যক্তিগত ব্রোঞ্জ ইভেন্টে হেরেছেন বাংলাদেশের অলিম্পিয়ান আরচ্যার দিয়া সিদ্দিকী। মালয়েশিয়ার মাশায়িক সায়কিরার সঙ্গে তিনি ৬-৪ সেট পয়েন্ট হেরেছেন। প্রথম দুই সেটে দিয়া জেতেন ২৭-২৫, ২৮-২৭ পয়েন্টে। এরপর তিনি তিন সেট হেরে যান। এই তিন সেটে ২৮-১৬, ২৮-২৭, ২৭-২৬ পয়েন্টের ব্যবধানে দিয়াকে হারান মাশায়িক।

 

দিয়া ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ না পেলেও, আব্দুল হাকিম রুবেল পদক পেয়েছেন। কাজাখস্তানের আব্দুল্লিন ইলফাতকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়েছেন। প্রথম সেটে রুবেল ২৬-২৮ পয়েন্টে হারেন। দ্বিতীয় সেট ২৮-২৮ পয়েন্টে ড্র হয়। তৃতীয় ও চতুর্থ সেট জিতেন রুবেল। পঞ্চম সেটে ২৮-২৮ পয়েন্টে ড্র হলে রুবেলের ব্রোঞ্জ নিশ্চিত হয়।

 

এ টুর্নামেন্টে অংশ নিয়েছে বাংলাদেশের ৯ সদস্যের দল। ১০ ইভেন্টের মধ্যে বাংলাদেশ অংশ নিয়েছে রিকার্ভ পুরুষ একক, রিকার্ভ মহিলা একক, রিকার্ভ পুরুষ দলগত, রিকার্ভ মিশ্র দলগত, কম্পাউন্ড পুরুষ একক, কম্পাউন্ড মহিলা একক এবং কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে।

 

বাংলাদেশ দল
মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল (রিকার্ভ পুরুষ), মো. সাগর ইসলাম (রিকার্ভ পুরুষ), রাম কৃষ্ণ সাহা (রিকার্ভ পুরুষ), দিয়া সিদ্দিকী (রিকার্ভ মহিলা), মোহাম্মদ আশিকুজ্জামান (কম্পাউন্ড পুরুষ), শ্যামলী রায় (কম্পাউন্ড মহিলা)।

 

মো. আয়নাল হক স্বপন: টিম ম্যানেজার, মার্টিন ফ্রেডরিক: প্রধান প্রশিক্ষক, মোহাম্মদ হাসান: প্রশিক্ষক।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন