প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৩
স্পোর্টস ডেস্ক : দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল খেলছিল ভিন্ন মাঠে। আবাহনী যখন ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে রানের পাহাড় গড়ছে, তখন গাজী গ্রুপের কাছে ভুগেছে মোহামেডান।
দুই দল ম্যাচশেষেও পেয়েছে বিপরীত ফল।
বৃহস্পতিবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্রাদার্সকে ১২৪ রানে হারায় আবাহনী। একইদিনে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মোহামেডান হেরেছে ১২৮ রানের বড় ব্যবধানে।
মিরপুরে এনামুল হক বিজয়ের সেঞ্চুরিতে বড় সংগ্রহ দাঁড় করায় আবাহনী। ৬ চার ও সমান ছক্কায় ১১৮ বলে ১২৩ রান করেন বিজয়। এছাড়া নাঈম শেখ ৭৪ বলে ৮৫ ও আফিফ হোসেন ৪৭ বলে খেলেন ৬৫ রানের ইনিংস। ব্রাদার্সের পক্ষে ৯ ওভারে ৭৫ রান দিয়ে ৩ উইকেট নেন সাব্বির হোসেন।
জবাব দিতে নেমে ব্রাদার্সের পক্ষে লড়েন অধিনায়ক মিজানুর রহমান। ১১ চার ও ২ ছক্কায় ১১৬ বলে ১১২ রান করেন তিনি। এছাড়া ৯৯ বলে ৭৫ রান আসে মাইশুকুর রহমানের ব্যাট থেকে। আবাহনীর পক্ষে দুই উইকেট করে নেন রিপন মণ্ডল ও তানভীর ইসলাম। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪৮ রান করে ব্রাদার্স।
ফতুল্লায় আগে ব্যাট করে মোহামেডানের বিপক্ষে ৭ উইকেট হারিয়ে ৩৪৯ রান করে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ৩ চার ও ২ ছক্কায় ৫৯ বলে ৬৬ রান করেন রবি তেজা। এছাড়া ৬ চার ও ১ ছক্কায় ৫৪ বলে ৫৯ রান করেন অধিনায়ক আকবর আলী, ৪৩ বলে ৫৯ রান আসে মেহরাব হোসেনের ব্যাট থেকে। মোহামেডানের পক্ষে ১০ ওভারে ৭৫ রান দিয়ে ৩ উইকেট নেন খালেদ আহমেদ।
জবাব দিতে নেমে সব উইকেট হারিয়ে ২২১ রানের বেশি করতে পারেনি মোহামেডান। তাদের পক্ষে ১২ চার ও ১ ছক্কায় ৬১ বলে ৮০ রান করেন রনি তালুকদার। ৫৭ বলে ৫৮ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ।
দিনের আরেক ম্যাচে বিকেএসপিতে রুপগঞ্জ টাইগার্সকে ৪ উইকেটে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest