সিলেটে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সংঘর্ষ: ৪শ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৩

সিলেটে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সংঘর্ষ: ৪শ জনের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক : দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত ৩/৪শ’ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

 

বিষয়টি  নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুল হাসান তালুকদার।

 

জানা যায়, রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দক্ষিণ সুরমা নর্থইস্ট মেডিক্যাল কলেজের নেপালি দুই ছাত্রীর সঙ্গে মেডিক্যাল কলেজের সামনের মার্কেটে বাদশা টেলিকম ব্যবসা প্রতিষ্ঠানের গুলজার নামে এক দোকানীর কাছে ফ্ল্যাক্সীলোড নিতে যান। ফ্ল্যাক্সিলোড না আসায় পূণরায় ওই দোকানে যান শিক্ষার্থীরা।এসময় ব্যবসায়ী তাদের সঙ্গে খারাপ আচরণ ও কুরুচিপূর্ণ মন্তব্য করে।

 

এ ঘটনার জের ধরে রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের সামনে সংঘর্ষ শুরু হয়।সংঘর্ষ চলাকালে উভয় পক্ষে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পুলিশসহ অন্তত ৩০ জন আহত হন।

 

পরে রাত ৯টার দিকে বিক্ষোব্ধ ব্যবসায়ীরা সড়ক অবরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

 

মামালার ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুল হাসান তালুকদার বলেন, রোববার রাতে দক্ষিণ সুরমা নর্থইস্ট মেডিক্যাল কলেজের ছাত্র ও ব্যবসায়ীদের সংঘর্ষ চলাকালে পুলিশ আক্রান্তের ঘটনায় অজ্ঞাত ৩/৪শ’ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে। তবে মামলার ঘটনায় কাউকে গ্রেফতার দেখানো হয়নি।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন