দক্ষিণ সুরমায় বস্তাবন্দী লাশের পরিচয় খুঁজছে পুলিশ

প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৩

দক্ষিণ সুরমায় বস্তাবন্দী লাশের পরিচয় খুঁজছে পুলিশ

2

নিউজ ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দিতে সুরমা নদীর পাড়ে বস্তাবন্দী অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে দক্ষিণ সুরমা থানাপুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

6

বরইকান্দির টেকনিক্যাল রোডের মেসার্স ইমরান চায়না অটো রাইসমিলের সামনে নদীর পাড়ে লাশটি পাওয়া যায়।

8

লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

5

বিষয়টি  নিশ্চিত করেছেন দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান তালুকদার।

তিনি জানান, দক্ষিণ সুরমার বরইকান্দিতে সুরমা নদীর পাড়ে পাওয়া বস্তাবন্দী ব্যক্তির লাশের হাত-পা বাঁধা ছিলো। এছাড়াও মৃতদেহের নাকে-মুখে আঘাতের চিহ্ন রয়েছে। দেহ পঁচে গেছে। তবে লাশের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরি কারা হয়েছে। আগামীকাল ময়নাতদন্ত করা হবে। বর্তমানে লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। পুলিশের পাশাপাশি পিবিআই’র একটি টিমও কাজ করছে বলে জানান তিনি।

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
5