প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
অনলাইন ডেস্ক : উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের ছোট মেয়ের নামে যেন দেশের কোনো মেয়ের নাম না রাখা হয়, এমন নির্দেশ জারি করেছে দেশটির প্রশাসন। কারও যদি একই নাম থেকে থাকে, তাহলে তা পরিবর্তন করতে বলা হয়েছে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফক্স নিউজ।
জানা যায়, কিমের ছোট মেয়ের নাম ‘জু আয়ে’। মেয়ের প্রতি ভালোবাসা প্রকাশেই সরকারকে এমন সিদ্ধান্ত নিতে বলেন কিম।
এ বিষয়ে ফক্স নিউজ জানায়, এরই মধ্যে স্থানীয় সরকার জু আই নামের নারীদের জন্মসনদ সংশোধনের আদেশ দিয়েছে। এমনকি, বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) জন্মসনদসহ সব কাগজপত্রে নাম পরিবর্তনের জন্য একই নামে নিবন্ধিত নারীদের নিরাপত্তা মন্ত্রণালয়ে ডেকে আনা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে ফক্স নিউজ জানায়, উত্তর কোরিয়া সরকার এক সপ্তাহের মধ্যে সব জন্মসনদ থেকে নামটি পরিবর্তন করার উদ্যোগ নিয়েছে। তাছাড়া জু আই নামটিকে এখন দেশটির ‘সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন’ ব্যক্তির জন্য সংরক্ষিত ঘোষণা করা হয়েছে।
জু আই সম্প্রতি উত্তর কোরিয়ার সামরিক কুচকাওয়াজের সময় বাবার সঙ্গে জনসম্মুখে উপস্থিত হয়েছিল। গত বছরের শেষদিকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময়ও কিম জং উনের সঙ্গে দেখা যায় তাকে। ধারণা করা হচ্ছে, ছোটমেয়েকে যোগ্য উত্তরসূরি হিসেবে প্রস্তুত করছেন কিম জং।
প্রসঙ্গত, উত্তর কোরিয়ার সাবেক দুই শাসকও নিজেদের ও পরিবারের সদস্যদের নামের মতো নাম রাখায় নিষেধাজ্ঞা দিয়েছিল। ২০১৪ সালে কিম জং উনও জনসাধারণকে তার নামের অনুরূপ নাম না রাখার আদেশ জারি করেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest