প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৩
অনলাইন ডেস্ক : সেনাদের যাতে দেখতে না পাওয়া এমন একটি ক্যামোফ্লেজ তৈরি করছে রাশিয়া। এই ক্যামোফ্লেজ থার্মাল ইমেজার থেকেও সোনাদের গোপন রাখবে। কারণে এটি রঙ পরিবর্তন করার মাধ্যমে যেকোনো পরিবেশের সঙ্গে মিশে যেতে পারবে।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা আরআইএ নভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ান কোম্পানি সিজেএসসি কুইরাসের মহাপরিচালক ভ্লাদিমির করমুশিন ক্যামোফ্লেজ কিটটির বিস্তারিত জানান।
করমুশিন জানান, নতুন এ ক্যামোফ্লেজের ‘অদৃশ্য হওয়ার ক্ষমতা’ বিশেষ ডাইসমৃদ্ধ একধরনের স্বতন্ত্র কাপড় দিয়ে তৈরি করা হবে, যা সেনাদেরকে উদ্বুদ্ধ পরিস্থিতি লুকিয়ে রাখবে।
তবে কখন এ প্রযুক্তি বাস্তবে রূপ নেবে তা নিয়ে কিছু জানায়নি নির্মাতা প্রতিষ্ঠানটি। রাশিয়ান এ উদ্ভাবক মনে করেন, ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে প্রভাব রাখবে নতুন ধরনের এ ক্যামোফ্লেজ।
প্রসঙ্গত, সিজেএসসি কুইরাস রাশিয়ার অন্যতম শীর্ষ একটি আর্মার প্রটেকশন ও সেনাদের যুদ্ধ সরঞ্জাম তৈরির কোম্পানি। এটি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়, ফেডারেল সিকিউরিটি সার্ভিস, ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এসব গিয়ার সরবরাহ করে।
সূত্র: ইউরোএশিয়ান টাইমস
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest