১০১ ঘণ্টা ধ্বংসস্তূপে চাপা থেকে উদ্ধার দুই বোন

প্রকাশিত: ১০:৫৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৩

১০১ ঘণ্টা ধ্বংসস্তূপে চাপা থেকে উদ্ধার দুই বোন

4

অনলাইন ডেস্ক : শক্তিশালী ভূমিকম্প আঘাত হানা তুরস্কের কাহরামানমারাস শহরে ভেঙে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে ১০১ ঘণ্টা পর দুই বোনকে উদ্ধার করেছেন দমকলকর্মীরা। সিএনএন।

 

7

শুক্রবার এক বিবৃতিতে আনাতালিয়া মেট্রোপলিটন ফায়ার ডিপার্টমেন্ট এই খবর জানিয়েছে। সোমবার ভোরের দিকে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।

 

বিবৃতিতে ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, ১৫ বছর বয়সী কিশোরী আয়ফারকে ধ্বংসস্তূপের মধ্য থেকে ৯৯ ঘণ্টা পর উদ্ধার করা হয়। এর দুই ঘণ্টা পর ১৩ বছর বয়সী ফাতমাকে উদ্ধার করা হয়।

1

 

উদ্ধারকারীরা সিসমিক সেন্সর ব্যবহার করে ধ্বংসস্তূপের মধ্যে প্রাণের চিহ্ন খুঁজছেন। আয়ফারের কাছে পৌঁছাতে ১০ ঘণ্টা ধরে চলে উদ্ধার অভিযান।

 

আয়ফার যেন অচেতন হয়ে না পড়ে, সেজন্য দমকলকর্মীরা তার সঙ্গে কথা বলতে থাকে। সে বলছিল আইসক্রিম খেতে ভুলে গেছে। তারা তাকে বলে তাকে নিরাপদে উদ্ধারের পর আইসক্রিম দেওয়ার প্রতিশ্রুতি করে।

 

2

এই কিশোরীর চাওয়া অনুযায়ী দমকলকর্মীরা একটি গানও বাজান।

 

দমকলকর্মীরা আনাতালিয়া থেকে ৫০০ মাইলের পথ পাড়ি দিয়ে কাহরামানমারাসে গিয়ে উদ্ধার কার্যক্রমে অংশ নেন।

2

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
2