নরওয়েতে কোরআন পোড়ানোর কর্মসূচিতে নিষেধাজ্ঞা

প্রকাশিত: ১১:১৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৩

নরওয়েতে কোরআন পোড়ানোর কর্মসূচিতে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক : কোরআন অবমাননার উদ্দেশে ডাকা একটি বিক্ষোভ নিষিদ্ধ করেছে নরওয়ে পুলিশ। নরওয়ের রাষ্ট্রদূত এরলিং স্কজনসবার্গকে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করার কয়েক ঘণ্টা পরই পরিকল্পিত এই প্রতিবাদ নিষিদ্ধ করা হয়েছে।

 

পুলিশ জানিয়েছে স্থানীয় সময় শুক্রবার (৩ ফেব্রুয়ারি) অসলোতে অবস্থিত তুর্কি দূতাবাসের বাইরে একদল বিক্ষোভকারী কোরআনের একটি কপি পোড়ানোর পরিকল্পনা করেছিল।

 

এদিকে এক বিবৃতিতে অসলো পুলিশের ইন্সপেক্টর মার্টিন স্ট্র্যান্ড বৃহস্পতিবার বলেছিলেন, ‘নরওয়েতে কোরআন পোড়ানো একটি আইনি রাজনৈতিক বিবৃতি। কিন্তু নিরাপত্তার কারণে কর্মসূচিটি এগিয়ে যেতে পারে না। ’

 

পরিকল্পিত এই বিক্ষোভের বিষয়ে জানতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় নরওয়ের রাষ্ট্রদূত এরলিং স্কজনসবার্গকে তলব করার পরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

এ বিষয়ে তুরস্কের একটি কূটনৈতিক সূত্র বৃহস্পতিবার সংবাদমাধ্যম আনাদোলুকে জানিয়েছে, ‘আগামীকাল (শুক্রবার) নরওয়েতে আমাদের পবিত্র গ্রন্থ কুরআনের বিরুদ্ধে হামলা হবে জেনে নরওয়ের রাষ্ট্রদূতকে আমাদের (তুরস্কের) মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। (নরওয়ের) পন্থা পরিকল্পিত উস্কানিমূলক কাজ প্রতিরোধ না করার জন্য, যা স্পষ্টতই একটি ঘৃণামূলক অপরাধ…অগ্রহণযোগ্য। আমরা আশা করি এটি অনুমোদন করা হবে না। ’

 

গত মাসে সুইডেনের রাজধানীতে অবস্থিত তুর্কি দূতাবাসের কাছে একটি বিক্ষোভ হয়। সেখানে ডান-দ্যানিশ-সুইডিশ রাজনীতিবিদ রাসমুস পালুদান একটি কোরআন পুড়িয়েছিলেন। ঘটনার পর ন্যাটো সদস্যপদ পেতে সুইডেনকে সমর্থন না দেওয়ার কথা জানিয়ে দেয় তুরস্ক।

এ সংক্রান্ত আরও সংবাদ

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন