ওসমানীতে বিমানের চাকা ব্লাস্ট, ফ্লাইট উঠানামা বন্ধ

প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৩

ওসমানীতে বিমানের চাকা ব্লাস্ট, ফ্লাইট উঠানামা বন্ধ

অনলাইন ডেস্ক : সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে একটি বিমানের চাকা ব্লাস্টের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চাকা ব্লাস্ট হয়। বিমানে ১৪৮ জন যাত্রী ছিলেন। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

 

এ ঘটনার পর সিলেট ওসমানী বিমানবন্দরে সব ধরণের ফ্লাইট উঠানামা বন্ধ হয়ে যায়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক মো. হাফিজ আহমদ।

 

তিনি বলেন, দুপুর দেড়টায় সিলেট থেকে যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে উড়াল দেয়ার কথা ছিল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোইং ৭৩৭ বিমানের বিজি ৬০২ নম্বরের ওই ফ্লাইট ১৪৮ জন যাত্রী নিয়ে রানওয়েতে গেলে উড্ডয়ন করার ১ হাজার মিটারের মধ্যে বিমানের চাকা ফেটে যায়। তাৎক্ষণিক বিমানটি ঘুরিয়ে স্টেশনে এনে যাত্রীদের নিরাপদে নামানো হয়।।

 

তিনি আরও জানান, এসময় কিছুটা আতংক ছড়িয়ে পড়লেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। রানওয়েতে রেখে বিমানের চাকা মেরামত চলছে। পরে সেটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে বলেও জানান তিনি। বর্তমানে অন্যান্য ফ্লাইটও উঠানামা বন্ধ রয়েছে।
বিকাল তিনটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওসমানী বিমানবন্দরে ফ্লাইট উঠানামা বন্ধ ছিল।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন