প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৩
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রেলওয়ে কোম্পানি ট্রেন চালানোর জন্য ৩২ নারী চালককে চূড়ান্ত ছাড়পত্র দিয়েছে। এই নারী চালকদের প্রথমে নির্বাচিত করা হয়। এরপর প্রশিক্ষণ দিয়ে নেওয়া হয় পরীক্ষা।
এই পরীক্ষায় পাশ করার পর এখন কাজে নেমে যাবেন তারা। এ নারীরা মক্কা থেকে মদিনা ও জেদ্দা লাইনের হারমাইন এক্সপ্রেস প্রজেক্টের ট্রেন চালাবেন। খবর আরব নিউজের।
হারামাইন এক্সপ্রেস প্রজেক্টের লাইনে পবিত্র নগরী মক্কা ও মদিনায় হাজি ও উমরাহ পালনকারীদের ট্রেনসেবা দেওয়া হয়।
ট্রেন চালানোর মতো রোমাঞ্চকর কাজের সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত ওই নারী চালকরা। তাদের একজন থারা আলী আল-জাহরানি।
তিনি বলেছেন, গত বছর যখন পলিটেকনিক এই চাকরির বিজ্ঞপ্তি দেয়, আমি আবেদন করার মনস্থির করি। ব্যক্তিগত সাক্ষাৎকার এবং পরীক্ষার পর আমি সৌদির নারী ট্রেন চালকদের প্রথম ব্যাচের জন্য নির্বাচিত হই।
থারা আলী আল-জাহরানি জানিয়েছেন, সৌদি আরবের সরকার ভিশন-২০৩০ এর কার্যক্রম দেখে নিজ দেশকে সেবা দেওয়ার মানসিকতা তৈরি হয় তার মধ্যে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest