আফগানিস্তানে সাবেক নারী এমপিকে গুলি করে হত্যা

প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৩

আফগানিস্তানে সাবেক নারী এমপিকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের কাবুলে দেশটির সাবেক এক নারী সাংসদ ও তার দেহরক্ষীকে গুলি করে হত্যা করা হয়েছে।

 

নিজ বাড়িতেই তিনি গুলিবিদ্ধ হন বলে জানিয়েছে পুলিশ। বিবিসি।

৩২ বছর বয়সী ওই নারীর নাম মুরসাল নবিজাদা। তালিবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর যে কজন নারী সাংসদ কাবুলে ছিলেন, তাদের মধ্যে তিনি অন্যতম।

 

রোববারের হামলায় ওই নারীর ভাই এবং তার আরেক নিরাপত্তাকর্মী আহত হন। কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জারদান বলেন, নিরাপত্তাবাহিনী এই ঘটনার তদন্ত শুরু করেছে।

 

নবিজাদার জন্ম নানগারহার প্রদেশে। তিনি ২০১৮ সালে কাবুল থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন