মৌলভীবাজারে তরুণ সনাতনী সংঘ উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান

প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৩

মৌলভীবাজারে তরুণ সনাতনী সংঘ উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান

নিউজ ডেস্ক :: মানব সেবাই মূল মন্ত্র বুকে ধারন করে মানবতার সেবায় সনাতনী চেতনার এক ঝাক যুবক নিয়ে ২০১১ সালে ২২আগষ্ঠ টি এস এস মৌলভীবাজারে যাত্রা শুরু করে, তারই ধারাবাহিকতায় শুক্রবার ১৩ জানুয়ারি সকাল ১১ ঘটিকায় শ্রী শ্রী শ্যামসুন্দর জিউড় আখড়া,সৈয়ারপুর, মৌলভীবাজার। টি এস এস মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

 

এমময় জেলা শাখার রাহুল বিশ্বাস এর সঞ্চালনায় ও সভাপতি টি এস এস মৌলভীবাজার জেলা শাখার সভাপতি গৌরা পদ রায় রাজু এর সভাপতিত্বে ,উপস্থিত ছিলেন টি এস এস মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক পবলু দত্ত জয়, সহ সাধারণ সম্পাদক ও সভাপতি টি এস এস সদর শাখার গোবিন্দ মল্লিক, জেলা শাখার সহ সাধারণ সম্পাদক তপন পাল,জেলা সাংগঠনিক সম্পাদক, স্বরুপানন্দ রায়,কমলগঞ্জ উপজেলা সহ সভাপতি নারায়ণ দাশ,শ্রীমঙ্গল উপজেলা সহ সভাপতি রুপন ভট্টাচার্য, রাজনগর উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক পলাশ দাশ,সহ সকল উপজেলা শাখার বিভিন্ন নেতা নেত্রী বৃন্দ সহ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রনধীর রায় কানু, লোকনাথ সেবা শ্রম,চন্দন রায়,সাধারণ সম্পাদক লোকনাথ সেবা শ্রম, রাজ সরকার লোকনাথ সেবা শ্রম, শ্যামসুন্দর জিউড় আখড়া সাধারণ সম্পাদক বিজন পাল,সহ সকল সনাতনী সহযোদ্ধা।

 

এসময় অনুষ্ঠানে বক্তব্য সভাপতি বলেন, প্রতিটি পরিবারের শিক্ষার কোন বিকল্প নেই যে যত বেশি শিক্ষাত সে ততো উন্নতি, সনাতনী সমাজে ধর্ম নিয়ে নিজের অধিকার আদায়ে কাজ করে যেতে হবে। টি এস এস সনাতনী সমাজের পাশে আছে থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন