প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৩
স্পোর্টস ডেস্ক : ২০২২ সাল লিওনেল মেসির জীবনে স্মরণীয় হয়ে থাকবে। সাফল্যে মোড়ানো বছরটি শেষ হয়ে গেলো। এসেছে নতুন বছর ২০২৩। আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ ট্রফি এনে দেওয়ার এমন দিনে আবেগঘন পোস্ট দিলেন তিনি।
স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে একটি চমৎকার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মেসি। সেখানেই তিনি লিখেছেন, ‘যে স্বপ্নের পেছনে আমি ছুটেছি, সেটা অবশেষে সত্যি হলো।’
৩৫ বছর বয়সী ফরোয়ার্ড লিখেছেন, ‘যে বছরটি কখনও ভুলবো না, তা শেষ হয়ে গেলো। যে স্বপ্নের পেছনে আমি সবসময় ছুটেছি, সেটা অবশেষে সত্যি হলো। কিন্তু এটা কখনও মূল্যবান হবে না যদি আমার চমৎকার পরিবার ও বন্ধুদের সঙ্গে ভাগাভাগি না করি, যারা আমাকে সবসময় সমর্থন দিয়েছে এবং আমি যখন হতাশ হতাম সাহস দিয়ে গেছে।’
আর্জেন্টিনা, প্যারিস ও বার্সেলোনায় তার সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানালেন তাকে সবসময় উৎসাহিত করায়, ‘অনেকের সঙ্গে আমার খুব বিশেষ কিছু স্মৃতি আছে, যারা আমাকে অনুসরণ করেছে ও উৎসাহ দিয়ে গেছে। আপনাদের সবার সঙ্গে এই পথচলা ভাগাভাগি করা অবিশ্বাস্য। আমি যা পেয়েছি তা অসম্ভব হতো যদি না আমার দেশ, প্যারিস, বার্সা, আরও অনেক শহর ও অন্য দেশগুলো থেকে এত বেশি উৎসাহ না পেতাম।’
নতুন বছরের শুভকামনা জানিয়ে সাতবারের ব্যালন ডি’অর জয়ী আরও লিখেছেন, ‘আমি আশা করি সবার জন্য এই বছরটা ছিল চমৎকার এবং ২০২৩ এ সবাইকে সুখী থাকতে সুসাস্থ্য ও শক্তি কামনা করি। সবাইকে অনেক ভালোবাসা।’
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest