বিবাহবার্ষিকীর জন্য মিমের দুবাই ট্যুর

প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২২

বিবাহবার্ষিকীর জন্য মিমের দুবাই ট্যুর

1

বিনোদন ডেস্ক : ব্যাংক কর্মকর্তা সনি পোদ্দারের সঙ্গে ছয় বছরের গোপন প্রেমের পর চলতি বছরের ৪ জানুয়ারি বিয়ে করেন বিদ্যা সিনহা মিম। সেই হিসেবে আর কয়েকদিন পরই তাদের প্রথম বিবাহবার্ষিকী।

 

বিশেষ দিনটি স্মরণীয় করে রাখতে দুবাইতে উড়াল দিচ্ছেন এ দম্পতি। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ঢাকা থেকে দুবাই যাবেন তারা।

 

মিম বলেন, মূলত বিবাহবার্ষিকীর জন্যই আমরা দুবাই ট্যুরে যাচ্ছি। প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে সনি আমাকে এই সারপ্রাইজ দিচ্ছে। যেহেতু এর মধ্যে থার্টিফার্স্টও পড়ছে, তাই দুবাইয়ের নিউ ইয়ার উদযাপনেও অংশ নিব। ১০ দিনের সফর শেষে নতুন বছরের ৮ জানুয়ারি ঢাকায় ফিরব।

 

মিম জানান, দুবাই থেকে ;দেশে ফেরার পরের দিন উড়াল দিবেন কলকাতায়। কারণ সেখানেই তার নতুন সিনেমার কাজ চলছে। ঢাকার নির্মাতা সঞ্জয় সমদ্দারের পরিচালনায় সিনেমাটির নাম ‘মানুষ’। এতে টলিউড সুপারস্টার জিৎ-এর বিপরীতে অভিনয় করছেন তিনি।

8

 

7

ইতোমধ্যেই সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। নতুন লটের শুটিং শুরু হবে ১০ জানুয়ারি থেকে।

8

 

প্রসঙ্গ: জিৎ-এর সঙ্গে মিমের দ্বিতীয় সিনেমা হতে যাচ্ছে ‘মানুষ’। এর আগে তারা একসঙ্গে ‘সুলতান দ্য সেভিয়র’ সিনেমায় অভিনয় করেছিলেন।

7

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
8