প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২২
নিউজ ডেস্ক : আগামী ৩০ ও ৩১ ডিসেম্বর (শুক্র ও শনিবার)- এই দুই দিন সপ্তদশ শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি টেস্ট ও ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ দু’টি পরীক্ষার কেন্দ্র পড়েছে সিলেট মহানগরের প্রায় অর্ধশত শিক্ষাপ্রতিষ্ঠানে।
এই দুই পরীক্ষা উপলক্ষে কেন্দ্রগুলোর ২ শ গজের মধ্যে জনসমাবেশ, মিছিল, ঢাকঢোল বাজানো, লাউড স্পিকার ব্যবহার এবং অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ইট পাথর ইত্যাদি বহণ ও ব্যবহারসহ শান্তিশৃঙ্খলা-জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ সকল কাজ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
এসএমপি কমিশনার মো. নিশারুল আরিফ বুধবার (২৮ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়- ৩০ ও ৩১ সিলেটে সপ্তদশ শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি টেস্ট পরীক্ষা ৪৮টি কেন্দ্রে সকাল ১০ টা বেলা ১১ টা পর্যন্ত এই এক ঘণ্টা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে পরীক্ষা চালাকালীন এসব কেন্দ্রের ২ শ গজের মধ্যে প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত উপরিল্লিখত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
সপ্তদশ শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি টেস্টের সিলেটের পরীক্ষাকেন্দ্রগুলো হচ্ছে- ১. এমসি কলেজ, সিলেট, ২. দক্ষিণ সুরমা সরকারি কলেজ, লেট
৩. মদন মোহন কলেজ, সিলেট, ৪. ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ, সিলেট, ৫. বর্ডারগার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, আখালিয়া, সিলেট, ৬. শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ, মিরাবাজার, সিলেট, ৭. সিলেট পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, সিলেট, ৮. সিলেট সরকারি অগ্রগামী গালর্স স্কুল এন্ড কলেজ, জিন্দাবাজার, সিলেট, ৯. সিলেট সরকারি কলেজ, টিলাগড়, সিলেট, ১০. সিলেট সরকারি মহিলা কলেজ, সিলেট, ১১. সিলেট সরকারি পাইলট হাইস্কুল, কালিঘাট, সিলেট, ১২. সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, পূর্বশাহী ঈদগাহ, সিলেট, ১৩. সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা, সিলেট, ১৪. সৈয়দ হাতীম আলী হাইস্কুল, সাদিপুর, শিবগঞ্জ, সিলেট, ১৫. আম্বরখানা গালর্স উচ্চ বিদ্যালয় ও কলেজ, সিলেট, ১৬. ইছরাব আলী হাইস্কুল এন্ড কলেজ, সিলেট, ১৭. শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা, সিলেট, ১৮. সিলেট সরকারি হাইস্কুল, লাক্কাতুরা, সিলেট,
১৯. হাজী আব্দুস সাত্তার হাইস্কুল, টুকেরবাজার, সিলেট, ২০. শাহপরাণ (রহ.) হাইস্কুল, শাহপরাণ (রহ.), সিলেট, ২১. মঈন উদ্দিন আদর্শ মহিলা ডিগ্রি কলেজ, সিলেট, ২২. শফির উদ্দিন হাইস্কুল এন্ড কলেজ, জাঙ্গাইল, সিলেট, ২৩. হযরত শাহজালাল দারুসুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসা, সোবহানীঘাট, সিলেট, ২৪. দি এইডেড হাইস্কুল, জিন্দাবাজার, সিলেট, ২৫. জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুল, সিলেট, ২৬. পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, সিলেট, ২৭. রাজা জি সি হাইস্কুল, বন্দরবাজার, সিলেট, ২৮. শাহজালাল উপশহর হাইস্কুল, সিলেট, ২৯. আব্দুল গফুর ইসলামিয়া আইডিয়াল হাইস্কুল, দর্শন দেউরী, সিলেট, ৩০. দক্ষিণ সুরমা হাইস্কুল, লাউয়াই, সিলেট, ৩১. দক্ষিণ সুরমা নসিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, সিলেট, ৩২. কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়, সিলেট, ৩৩. লালাবাজার বিএল হাইস্কুল, সিলেট, ৩৪. রসময় মেমোরিয়াল হাইস্কুল, দাড়িয়াপাড়া, সিলেট, ৩৫. পিডিবি হাইস্কুল, বাগবাড়ি, সিলেট, ৩৬. পুলিশ লাইন্স হাইস্কুল, রিকাবীবাজার, সিলেট, ৩৭. শাহজালাল আদর্শ গালর্স হাইস্কুল, উপশহর, সিলেট, ৩৮. বাংলাদেশ ব্যাংক স্কুল, উপশহর, সিলেট, ৩৯. সরকারি শিক্ষক ট্রেনিং কলেজ, টিবি গেইট, সিলেট, ৪০. কাজী জালাল উদ্দিন মহিলা উচ্চ বিদ্যালয়, কুমারপাড়া, সিলেট, ৪১. মোহাম্মদ আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়, তেঁতলী, সিলেট, ৪২. মইনুনেছা বালিকা উচ্চ বিদ্যালয়, শেখঘাট, সিলেট, ৪৩. ওসমানী মেডিকেল হাইস্কুল, মিরের ময়দান, সিলেট, ৪৪. মদন মোহন কলেজ তারাপুর ক্যাম্পাস, সিলেট, ৪৫. দক্ষিণ সুরমা সরকারি হাইস্কুল, আলমপুর, সিলেট ও ৪৬. জাহিদিয়া এম ইউ হাইস্কুল, পীরেরবাজার, সিলেট।
অপরদিকে, আগামী ৩০ ডিসেম্বর ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা সিলেটের ২টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কেন্দ্র দুটি হচ্ছে- ১. রেবতীরমন সরকারি উচ্চ বিদ্যালয়, দক্ষিণ সুরমা, সিলেট ও ২. লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজ, দক্ষিণ সুরমা, সিলেট।
পরীক্ষা চলাকালীন এই দুই কেন্দ্রের ২ গজের মধ্যে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা জনসমাবেশ, মিছিল, ঢাকঢোল বাজানো, লাউড স্পিকার ব্যবহার, অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ইট পাথর, ইত্যাদি বহণ, ব্যবহারসহ শান্তিশৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ সকল কাজ করা নিষিদ্ধ করেছে পুলিশ।
এই আদেশ লঙ্ঘনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার নিশারুল আরিফ।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest