প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২২
স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমে বেঞ্চে থাকা ফুটবলারদের মধ্যে পরিচিত মুখ ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডের মতো পর্তুগাল জাতীয় দলেও একই অবস্থা কেটেছে তার।
বিশ্বকাপে পরপর দুই ম্যাচে বাদ পড়েছেন শুরুর একাদশ থেকে। এনিয়ে অনেক সমালোচিত হন পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস। তবে রোনালদোর বাদ পড়ার পেছনে অন্য কারণ খুঁজে বের করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান। তার মতে, রাজনৈতিক নিষেধাজ্ঞার বলি হয়েছেন রোনালদো।
পূর্ব এরজুরুম প্রদেশের এক ইয়ুথ ইভেন্টে এরদোয়ান বলেন, ‘তারা (পর্তুগাল) রোনালদোকে নষ্ট করেছে। দুর্ভাগ্যজনকভাবে, তারা তার ওপর রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। ’
কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে ১-০ গোলে হারে পর্তুগাল। সেই ম্যাচের ৫১ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে নামানো হয় রোনালদোকে। কিন্তু পর্তুগালকে আর ম্যাচে ফেরাতে পারেননি এই ফরোয়ার্ড। তাই নিজের শেষ বিশ্বকাপে কেঁদেই বিদায় নিতে হয় তাকে।
এরদোয়ান বলেন, ‘ম্যাচের ৩০ মিনিট বাকি থাকতে রোনালদোর মতো ফুটবলারকে মাঠে নামালে, সেই ফুটবলারের মনোজগত নষ্ট হয়ে যায় এবং শক্তিও থাকে না। রোনালদো এমন একজন যে কি না ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়েছিল। ’
যদিও ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ানোর ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কিছুই বলেননি রোনালদো। তার ব্যাপারে বেশ কয়েকটি গল্প নেট দুনিয়ায় প্রচলিত। ২০১৯ সালে গোল্ডেন বুট বিক্রি থেকে প্রাপ্ত অর্থ রোনালদো ফিলিস্তিনিদের দান করেছেন বলে গুজব উঠে। তবে তা অস্বীকার করে রোনালদোর প্রতিনিধিত্ব করা এক স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি।
‘ফিলিস্তিনিদের সঙ্গে আছি’- লেখা একটি কাগজ হাতে রোনালদোর ছবিও বেশ ভাইরাল হয় অনলাইনে। তবে তা বিকৃত করে বানানো ছবি। মুলত ২০১১ সালে স্পেনে হওয়া ভূমিকম্পে আক্রান্ত লোকেদের প্রতি সহমর্মিতা প্রদর্শন করেছিলেন রোনালদো। ইসরাইল-ফিলিস্তিন দুই দেশেরই শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার দেখা গেছে এই পর্তুগিজ ফরোয়ার্ডকে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest