আমি জানতাম, ঈশ্বর আমাকে বিশ্বকাপ দেবেন : মেসি

প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২২

আমি জানতাম, ঈশ্বর আমাকে বিশ্বকাপ দেবেন : মেসি

6

স্পোর্টস ডেস্ক : অবিশ্বাস্য এক ফাইনাল দেখেছে ফুটবল বিশ্ব! ৩৬ বছর পর বিশ্বকাপের স্বাদ আবারও পেলো লিওনেল মেসির হাত ধরে। বিশ্বের সেরা এই ফুটবলারের স্বপ্নও পূর্ণতা পেল।

 

ক্যারিয়ারে এতসব অর্জন এই পিএসজি ফরোয়ার্ডের; শুধু বিশ্বকাপই অধরা ছিল। আজ সেটিও পেলেন।
মেসির এই মহান অর্জন স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইতিহাসের পাতায়। তিনি জানতেন, ঈশ্বর স্বপ্নের এই বিশ্বকাপ তার হাতেই দেবেন। শুরুতে হেরে ধাক্কা খাওয়া; তারপরও জানতেন মেসি, এই শিরোপা তিনিই পাবেন।

 

5

মেসি বলেন, ‘এটা পাগলাটে, যে এভাবে ঘটেছে। আমি এটা খুব করে চেয়েছিলাম। আমি জানতাম, এটি ঈশ্বর আমাকেই দেবেন। আমি দেখছিলাম এটা এবাবেই আসবে। এখন আনন্দ করার সময়। ’

6

 

8

পিএসজি ফরোয়ার্ড আরও বলেন, ‘সে নিজে থেকেই চেয়েছিল, এবং অবশেষে এসেছে। এই শিরোপার দিকে তাকান, কি দারুণ। আমরা অনেক কষ্ট করেছি, এবং শেষ পর্যন্ত পেরেছি। আমাদের সেই মুহূর্ত দেখার জন্য তর সইছেনা; আর্জেন্টিনায় কতটা পাগলাটে হবে ব্যাপারটা। ’

6

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
6