প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২২
নিউজ ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমায় মসজিদ কমিটি নিয়ে বিরোধের জের ধরে জুম্মার নামাজের পর পরই মুসল্লিদের দু’পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন।এর মধ্যে গুরুতর আহত ৪ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনাটি শুক্রবার (১৬ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়নের দক্ষিণ কুড়িগ্রামে ঘটেছে।খবর পেয়ে কামালবাজার তদন্তকেন্দ্র ও দক্ষিণ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কামালবাজার পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এস.আই মো. জাহাঙ্গীর আলমের বরাত দিয়ে জানা যায়,দক্ষিণ সুরমার কামালবাজারস্হ দক্ষিণ কুড়িগ্রামের মসজিদ কমিটি নিয়ে লাল মিয়া,সফিক ও আফরোজ মিয়া দু’পক্ষের বিরোধ চলে আসছে। শুক্রবার জুম্মার নামাজের পর মজসিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা।এ নিয়ে নামাজের পরপরই লাল মিয়া,সফিক ও আফরোজ মিয়ার পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করে এবং একপর্যায়ে লাঠি-সোটা নিয়ে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।এসময় দুপক্ষের মাঝে ইট-পাটকেলও নিক্ষেপ করা হয়। সংঘর্ষকালে উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হন।এর মধ্যে গুরুতর আহত ৪ জনকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মারামারির খবর পেয়ে কামালবাজার তদন্তকেন্দ্র ও দক্ষিণ থানা পুলিশের টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) সুমন কুমার চৌধুরী বলেন-বশির মিয়া ওরফে লাল বশির বাদী হয়ে আফরুজ আলী গংদের নাম উল্লেখ করে আজ ১৮ ডিসেম্বর একটি অভিযোগ দায়ের করেন।বিষয়টি তদন্তাধীন রয়েছে।মসজিদের পঞ্চায়েত কমিটি,মুরব্বিয়ান সহ স্হানীয় চেয়ারম্যান এ নিয়ে আপোষের মাধ্যমে বিষয়টি সুরাহা করার চেষ্টায় রয়েছেন।সমাধান না হলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে।
দক্ষিণ সুরমা থানার সহকারী পুলিশ কমিশনার মাইন উদ্দিন খান বলেন-দু’পক্ষের মধ্যে এক পক্ষের অভিযোগ আমরা পেয়েছি।স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি আপোষ করার জন্য জোরালো চেস্টায় রয়েছেন।বিষয়টি সমাধান না হলে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হইবে।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest