দক্ষিণ সুরমার রেললাইনে কাটা পড়ে নারীর মৃত্যু

প্রকাশিত: ১০:৪৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২২

দক্ষিণ সুরমার রেললাইনে কাটা পড়ে নারীর মৃত্যু

4

নিউজ ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমার রেললাইনে কাটা পড়ে এক নারীর মৃত্যু ঘটেছে। রোববার (১৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে দক্ষিণ সুরমার মোগলাবাজার রেলওয়ে স্টেশনের উত্তর পাশে এই ঘটনাটি ঘটে। নিহত নারীর নাম রুশনা বেগম (৪০)। ওই নারী কিছুটা মানসিক রোগী ছিলো বলে পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে।

3

 

সিলেট রেলওয়ে থানা পুলিশ জানায়, রোববার (১৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মোগলাবাজার রেলওয়ে স্টেশনের উত্তর প্রান্ত হরগৌরী গ্রামের পাশে এক নারীর মৃত্যু হয়। তিনি গোলাপগঞ্জ উপজেলার বাগলা সোনাপাড়ার ছওয়াব আলীর স্ত্রী রুশনা বেগম (৪০)।

1

 

প্রত্যক্ষদর্শী জানায়, রোববার বিকেলে ওই নারী রেল লাইনের পাশে ঘুরাঘুরি করছিলেন। এক পর্যায়ে দেখা যায় ট্রেনটি আসার কিছুক্ষণ পূর্বে ওই নারী একটি ব্যাগ পাশের কলোনীর একজন নারীর দিকে ছুঁড়ে মেরে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েন। এসময় ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।

4

 

 

1

স্থানীয়রা পুলিশকে ঘটনাটি জানালে মোগলাবাজার থানা ও জিআরপি থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

 

 

এব্যাপারে সিলেট রেলওয়ে থানারএসআই জয়নুল আবেদিন জানান, ছুড়ে দেওয়া ঐ ব্যাগে একটি মোবাইল নাম্বার পাওয়া যায়। পরবর্তীতে ওই নাম্বারে যোগাযোগ করা হলে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ এলাকায় তার আত্মীয়কে ঘটনাটি জানালে তারা এসে লাশ শনাক্ত করেন। বর্তমানে লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্ত করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
8