মহান বিজয় দিবসে এসআইইউ’র শ্রদ্ধাঞ্জলি অর্পণ।

প্রকাশিত: ১১:২৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২২

মহান বিজয় দিবসে এসআইইউ’র শ্রদ্ধাঞ্জলি অর্পণ।

সিলেট টুয়েন্টিফোর এক্সপ্রেস ডেস্ক : আজ শুক্রবার ১৬ ডিসেম্বর ২০২২ মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরনীয় গৌরবময় দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের নাম জানান দেওয়ার দিন।

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ ও দু’লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। আমাদের স্বাধীন জাতি হিসেবে প্রতিষ্ঠা ও বীর জাতি হিসেবে সম্মান দেওয়ায় সকল বীর শহীদ ও বীরাঙ্গনাদের প্রতি বিনম্্র শ্রদ্ধা জানাই।

 

বিজয় দিবস উপলক্ষে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিবার এর পক্ষ থেকে সকাল ১০:০০ ঘটিকায় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে বেদিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মারণে ফুলেল শ্রদ্ধা জানিয়ে পুষ্প মাল্য অর্পণ করা হয়।

 

এই সময় উপস্থিত ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারপার্সন জনাব রাজীব আহমেদ, বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য শামীম আহমেদ, ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: শহীদ উল্লাহ তালুকদার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূসরাত মাহমুদ চৌধুরী, কোষাধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ, মানবিক অনুষদের ডিন ড. আবুল ফতেহ ফাত্তাহ, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান এম.এ.জি আসিফ, লাইব্রেরিয়ান ও পরিচালক আমেরিকান কর্ণার মো: মোস্তফা কামাল, ভারপ্রাপ্ত অর্থ পরিচালক শংকর কুমার সিনহা সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রী বৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তি :

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন