বেগম রোকেয়া দিবস পালন ও জয়িতা সম্মাননা প্রদান জয়িতাদের দেখে দেশের অন্য নারীরা অনুপ্রাণিত হবেন -মো. মজিবর রহমান

প্রকাশিত: ১১:১০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২২

বেগম রোকেয়া দিবস পালন ও জয়িতা সম্মাননা প্রদান জয়িতাদের দেখে দেশের অন্য নারীরা অনুপ্রাণিত হবেন -মো. মজিবর রহমান

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২২ সিলেটে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে। গতকাল শুক্রবার দিনব্যাপী আলোচনা সভা, র‌্যালি, মানববন্ধন ও জয়িতা সম্মাননাসহ নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়

 

“সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত কর্মসূচিতে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সকল কর্মকর্তা, কর্মচারী, জাতীয় মহিলা সংস্থা, ডব্লিউএফপি, এফআইভিডি, প্ল্যান, জনপ্রতিনিধি, মিডিয়া প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে এ সব কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

 

সিলেট জেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের অংশগ্রহণে সকাল ১০ টায় সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিলেট জেলা পর্যায়ে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ-২০২২” শীর্ষক অনুষ্ঠানে নির্বাচিত জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়। মহিলা বিষয়ক অধিদপ্তরের সিলেটের উপপরিচালক শাহিনা আক্তারের সভাপতিত্বে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের, এপিসি প্রকল্পের চাইল্ড রাইটস্ ফ্যাসিলিটেটর প্রিয়াংকা দাশ রায় এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমান।

 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, নারীদের মানসিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নিশ্চিত ও নিরাপদ পরিবেশ অপরিহার্য। এই পরিবেশ নিশ্চিত করতে এবং নারী নির্যাতন প্রতিরোধে নারীদের পাশাপাশি পুরুষদেরও এগিয়ে আসতে হবে। তিনি বলেন, জয়িতা হচ্ছেন সকল বাধা বিপত্তি অতিক্রম করে স্ব স্ব ক্ষেত্রে সফল নারীর প্রতীকী নাম। তাদের দেখে দেশের অন্য নারীরা অনুপ্রাণিত হবেন।’

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন, বেগম রোকেয়া পদক প্রাপ্ত সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট ইমরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম, সিলেট উইমেন্স চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির মহিলা সহ সভাপতি সালমা বাছিত, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভুইয়া। অনুষ্ঠানের এক পর্যায়ে ৫ ক্যাটাগরীতে নির্বাচিত ৫ জন শ্রেষ্ঠ জয়িতকে ফুল, উত্তরীয়, সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

 

সিলেট জেলায় পাঁচ ক্যাটাগরীতে নির্বাচিত জয়িতারা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী আছমা কামালী শান্ত, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী অধ্যাপক ডাক্তার শামছুন্নাহার বেগম হেনা, সফল জননী মোছা: ফাইমুন নেছা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী দিলরুবা ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী বিনতা দেবী। জেলা প্রশাসক জয়িতাদের সম্মাননা সনদ, ক্রেস্টসহ উপহার সামগ্রী তুলে দেন ।

 

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় : সিকৃবি প্রতিনিধি জানান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস-২০২২ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গন থেকে র‌্যালিটি শুরু হয়। উপাচার্য অধ্যাপক ডা. জামাল উদ্দিন ভূঞার নেতৃত্বে র‌্যালিটি সিকৃবির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ছাত্র-শিক্ষক কেন্দ্রে এসে শেষ হয়। পরে ভেটেরিনারি, এনিমেল ও বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ডা. জামাল উদ্দিন ভূঞা। তিনি বলেন, ‘নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার দেখানো পথে আজ নারীরা বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রাখছেন। নারী-পুরুষের সহাবস্থানই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে’।

 

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. এম এম মাহবুব আলমের সঞ্চালনায় ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক অধ্যাপক ড. মোস্তফা সামছুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মেহেদী হাসান খান, রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, প্রক্টর অধ্যাপক ড. মনিরুল ইসলাম, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. শরীফুন্নেছা মুনমুন, যৌন নিপীড়ন প্রতিরোধকল্পে গঠিত অভিযোগ কমিটির সভাপতি অধ্যাপক ড. আনজুমান আরা, অধ্যাপক ড. নাসরিন সুলতানা লাকী ও বাংলাদেশ ছাত্রলীগ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আশিকুর রহমান। এছাড়াও বাংলাদেশ ছাত্রলীগ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন স্তরের নেত্রীবৃন্দ ও সিকৃবি সাধারণ ছাত্রছাত্রীরা।

 

ধর্মপাশা : ধর্মপাশা (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, ধর্মপাশা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বেগম রোকেয়া দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও জয়িতাদের সম্বর্ধনা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার ধর্মপাশা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে জয়িতাদের সম্বর্ধনা প্রদান করা হয়। এসময় সমাজের পাঁচজন জয়িতাকে সম্বর্ধনা দেওয়া হয়।

 

অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী উপজেলা সদর ইউনিয়নের দশধরি গ্রামের আসমা আক্তার, শিক্ষিকা ও চাকরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ধর্মপাশা নতুন পাড়া নিঝুম তালুকদার, সফল জননী কামলাবাজ গ্রামের কল্পনা রানী তালুকদার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন করে জীবন গড়ে স্বাবলম্বী হয়েছেন কামলাবাজ গ্রামের চায়না সুলতানা ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন নবগতি মধ্যনগর উপজোর সম্পদপুর গ্রামের কাকলী তালুকদার। তাদেরকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অলিদুজ্জামান।

 

তাহিরপুর : তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ এর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি। সভায় বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা কাজী মাসুদুর রহমান প্রমুখ।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন