প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২২
অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির পূর্ব ঘোষণা অনুযায়ী সিলেট নগরীর বিভিন্ন পাড়া-মহল্লা থেকে মিছিল বের করা হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জমায়েত হন।
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোর্শেদ আহমদ চৌধুরী দুর্নীতি বিরোধী র্যালির উদ্বোধন করেন।
বিভিন্ন প্লেকার্ড সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে বর্ণাঢ্য র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে দুর্নীতি বিরোধী এক বিরাট গণসমাবেশে মিলিত হয়।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন এর সভাপতিত্বেতে এবং দুর্নীতি মুক্তকরণ বাংলদেশ যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি ইমাম হোসেন ও সাধারণ সম্পাদক মাহবুব ইকবাল মুন্না’র যৌথ পরিচালনায় সমাবেশে বক্তারা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিষয়-সম্পত্তির হিসাব দাখিলের বিধান ছাড় দেয়ার গণবিরোধী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার দাবী জানিয়ে বলেন, এই সিদ্ধান্ত পক্ষান্তরে আমলাদের কাছে সরকারের সারেন্ডার।
বক্তারা আইন ও যুক্তিসংগত দুর্নীতির দায়ে শীর্ষ দুর্নীতিবাজদের মৃত্যুদন্ডের বিধান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি ও নৈরাজ্য বন্ধে ন্যায়পালের কার্যক্রম গঠন করা এখন অপরিহার্য, বেসিক ব্যাংকের প্রায় ৪ হাজার কোটি টাকা লুন্ঠনের মূলহোতা আব্দুল হাই বাচ্চু, ফার্মাস ব্যাংক ধ্বংসকারী মখা আলমগীরদের কিছু হয়নি বলেই ইসলামী ব্যাংক এর এই ভয়াবহ অনিয়ম ও লুটপাটের ঘটনা ঘটেছে। সকল ব্যাংক ডাকাতদের হাজার হাজার কোটি টাকা উদ্ধার করে লুণ্ঠনের সাথে জড়িতদের উপযুক্ত শাস্তি দেখতে চায় দেশবাসী। অবলোপনকৃত লাখ লাখ কোটি টাকা ঋণ গ্রহিতাদের বিরুদ্ধে এন আই এক্ট ধরনের বিশেষ আইন প্রণয়নে ফৌজদারী মামলার ব্যবস্থা গ্রহণকরত ওই টাকা উদ্ধার করে গ্যাস-বিদ্যুৎ খাতে ভর্তুকী দিতে হবে। দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করতে হবে।
বক্তারা ই-কর্মাস, ক্যাসিনো, শেয়ারবাজার লুটপাটকারী নায়ক সহ ক্যাসিনো স¤্রাট ইসমাইল হোসেন স¤্রাট, পিকে হালদার, সেলিম ও গোল্ডেন মনির সহ আলোচিত মানুষরূপী দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করণ দেখতে চাই দেশবাসী। স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক বেসরকারি হাসপাতালগুলোর সেবামূল্য নির্ধারণের প্রস্তাব দ্রুত কার্যকর করে বিশেষজ্ঞ ডাক্তাদের ৪শত টাকা ফি ধার্য্য ও টেস্ট বাণিজ্য বন্ধ করার জোর দাবী জানান। স্বচ্ছ নির্বাচনের লক্ষ্যে অস্থায়ী সরকারের মেয়াদ ২ বছর ও নির্বাচিত সরকারের মেয়র ৬ বছর সংবিধানে অন্তর্ভুক্ত করতে পারলে ক্ষমতার ভারসাম্য ও উচ্চ পর্যায়ে দুর্নীতি অনেকটা সহনীয় পর্যায়ে আসবে।
২০০৮ সাল প্রণিত স্বাধীনত দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন ও দুর্নীতিবাজদের কাছ থেকে লুন্ঠনকৃত অর্থ উদ্ধারে দুদক আইন সংশোধন করা খুবই জরুরী। কানাডা’র বেগমপাড়ায় দেশের হাজার হাজার কোটি টাকা পাচারকারীদের সনাক্ত করে অর্থ উদ্ধার ও বিচার এখন জনগণের দাবী।
সভাপতির বক্তব্যে নাসির উদ্দিন এডভোকেট বলেন, সম্প্রতি মাননীয় প্রধান বিচারপতি আইনজীবীদের এক অনুষ্ঠানে বলেছেন, দুর্নীতি দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। দেশকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে শীর্ষ দুর্নীতিবাজদের বিরুদ্ধে মৃত্যুদন্ড বিধানের বিকল্প নেই। এজন্য রাজপথে গণআন্দোলনের খুবই দরকার। গণআন্দোলনোর মধ্য দিয়ে দুর্নীতিবাজদেরকে পরাস্ত করতেই হবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুনিয়া আখেরাত পার্টিল চেয়ারম্যান ডা. মখলিছুর রহমান, চট্টগ্রাম ফার্টিলাইজার কলেজের সাবেক অধ্যক্ষ ড. রমেন্দ্র নাথ ভট্টাচার্য্য, ফোরামের উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান, কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, প্রচার সম্পাদক মীর আব্দুল করিম পাখি মিয়া, আম্বরখানা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গুলজার আহমদ, সিনিয়র সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, মানবাধিকার সংগঠনের পক্ষে সাংবাদিক মুহিবুর রহমান, সাংবাদিক রুহুল আমিন তালুকদার, ফোরামে কেন্দ্রীয় সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আহমদ বিলাস, সাবেক প্রচার সম্পাদক শাহিদুর রহমান জুনু, কেন্দ্রীয় সদস্য আব্দুল মুতাওয়াল্লী ফলিক, আমিরুল হোসেন চৌধুরী আমনু, কয়েছ আহমদ সাগর, সরোজ ভট্টাচার্য্য, আফছারুজ্জামান আফছর, সন্তোষ দেব, দুর্নীতি মুক্তকরণ বাংলদেশ যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ইসমত ইবনে ইসহাক সানজিদ, বর্তমান সিনিয়র সহ সভাপতি নিয়াজ কুদ্দুস খান, সহ সভাপতি নুরুল ইসলাম জিতু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুর আহমদ জুনেদ, সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য আজিজুল হক কাজী, বিজয় চন্দ্রনাথ বিপ্লব, আরিফুল ইসলাম নাহিদ, হেলাল আহমদ চৌধুরী, রিপন আহমদ, দক্ষিণ সুরমা যুব কল্যাণ পরিষদের সভাপতি কামাল আহমদ, গণদাবী ফোরামের সংগঠক আব্দুল জলিল, মহানগর হকার্স সমবায় সমিতির সাধারণ সম্পাদক খোকন ইসলাম, শাহজাহান মিয়া, পিয়ার হোসেন প্রমুখ।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন যুব ফোরামের কেন্দ্রীয় নেতা হেলাল আহমদ চৌধুরী।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest