বেগম রোকেয়া পদক পেলেন ৫ বিশিষ্ট নারী

প্রকাশিত: ১১:২৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২২

বেগম রোকেয়া পদক পেলেন ৫ বিশিষ্ট নারী

অনলাইন ডেস্ক : সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বেগম রোকেয়া পদক-২০২২ পেয়েছেন পাঁচজন বিশিষ্ট নারী।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তাদের হাতে এই পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নারী অধিকার প্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখায় এ বছর বেগম রোকেয়া পদক বিজয়ী হলেন চট্রগ্রামের অধ্যাপক কামরুন নাহার বেগম (অ্যাডভোকেট)।

নারীর আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বেগম রোকেয়া পদক বিজয়ী হলেন সাতক্ষীরার ফরিদা ইয়াসমিন (জন্মস্থান- খুলনা),

সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বেগম রোকেয়া পদক পেয়েছেন নড়াইল জেলার ড. আফরোজা পারভীন।

পল্লী উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বেগম রোকেয়া পদক পেয়েছেন ঝিনাইদহ জেলার নাছিমা বেগম।

নারী শিক্ষায় বিশেষ অবদান রাখায় বেগম রোকেয়া পদক পেলেন ফরিদপুর জেলার রহিমা খাতুন।

পদক প্রাপ্তদের প্রত্যেককে আঠারো ক্যারেট মানের পঁচিশ গ্রাম স্বর্ণের একটি পদক, পদকের রেপ্লিকা, চার লাখ টাকার চেক ও সম্মাননাপত্র দেয়া হয়।

অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল।

পুরস্কার বিজয়ীদের পক্ষে বক্তব্য রাখেন ড. আফরোজা পারভীন।

অনুষ্ঠানে বেগম রোকেয়ার জীবন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রমের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়।

নামাজের সময়সূচী সেপ্টেম্বর মাস-২০২৪

নামাজের সময়সূচি
> ফজর- ৪:২৭ মিনিট।
> জোহর- ১১:৪৯ মিনিট।
> আসর- ৪:১৩ মিনিট।
> মাগরিব- ৬:0৩ মিনিট।
> ইশা- ৭:০৬ মিনিট।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন