প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২২
নিজস্ব প্রতিবেদক : ৬ ডিসেম্বর কুলাউড়ায় মুক্ত দিবস উপলক্ষে উন্মুক্ত দৌড় ও পতাকা উত্তোলন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
কুলাউড়া মুক্ত দিবসকে স্মরণীয় করতে এবং তরুণ প্রজন্মের কাছে এই বার্তা পৌঁছে দিতে এই কর্মসূচির উদ্যোগ নেয়া হয়েছে ।

এই আয়োজনকে সুন্দর করার লক্ষে রেজিস্টার্ড ১৭০ জন দৌড়বিদকে ‘স্পেশাল টি-শার্ট দেয়া হয়। সেইসাথে আওয়ামী লীগ সরকারের প্রতিশ্রুতি পূরণের সাফল্য অর্জনের লিফলেট বিতরণও করা হয়। এতে অন্যতম আকর্ষণ ছিল এক পল কে কুলাউড়ার মুক্তি যুদ্ধ অংশটি। এখানে ৭মে থেকে ৬ ডিসেম্বর ১৯৭১ পর্যন্ত মুক্তি যুদ্ধের প্রাথমিক প্রতিরোধ, প্রশিক্ষণ, চুড়ান্ত আক্রমণ, বিজয় ও ক্ষয় ক্ষতি তুলে ধরা হয়।

এই উদ্যোগের মূল উদ্দেশ্য ইতিহাস সম্পর্কে জানা, মুক্তিযোদ্ধাদের স্মরণ করা ও মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা।

এই দৌড়ের স্লোগান হিসেবে রাখা হয়েছে ‘ধারাবাহিক উন্নয়ন, বিভেদ নয় বন্ধন।’
এদিকে ৬ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ১৩ ইউনিয়ন ও ১ পৌরসভায় একযোগে পতাকা উত্তোলন করা হয়। আর সকাল ৯টা থেকে বিজয় র্যালি দৌড় শরীফপুর, হাজীপুর, টিলাগাঁও, ব্রাহ্মণবাজার, বরমচাল হয়ে সন্ধ্যা ৬ টায় ভাটেরা ইউনিয়নে শেষ হয়।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest