৬ ডিসেম্বর কুলাউড়া মুক্ত দিবস উপলক্ষে উপজেলা ব্যাপী পতাকা উত্তোলন ও র‍্যালী

প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২২

৬ ডিসেম্বর কুলাউড়া মুক্ত দিবস উপলক্ষে উপজেলা ব্যাপী পতাকা উত্তোলন ও র‍্যালী

নিজস্ব প্রতিবেদক : ৬ ডিসেম্বর কুলাউড়ায় মুক্ত দিবস উপলক্ষে উন্মুক্ত দৌড় ও পতাকা উত্তোলন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

 

কুলাউড়া মুক্ত দিবসকে স্মরণীয় করতে এবং তরুণ প্রজন্মের কাছে এই বার্তা পৌঁছে দিতে এই কর্মসূচির উদ্যোগ নেয়া হয়েছে ।

 আহমেদ খান

এই আয়োজনকে সুন্দর করার লক্ষে রেজিস্টার্ড ১৭০ জন দৌড়বিদকে ‘স্পেশাল টি-শার্ট দেয়া হয়। সেইসাথে আওয়ামী লীগ সরকারের প্রতিশ্রুতি পূরণের সাফল্য অর্জনের লিফলেট বিতরণও করা হয়। এতে অন্যতম আকর্ষণ ছিল এক পল কে কুলাউড়ার মুক্তি যুদ্ধ অংশটি। এখানে ৭মে থেকে ৬ ডিসেম্বর ১৯৭১ পর্যন্ত মুক্তি যুদ্ধের প্রাথমিক প্রতিরোধ, প্রশিক্ষণ, চুড়ান্ত আক্রমণ, বিজয় ও ক্ষয় ক্ষতি তুলে ধরা হয়।

সাদরুল আহমেদ খান

এই উদ্যোগের মূল উদ্দেশ্য ইতিহাস সম্পর্কে জানা, মুক্তিযোদ্ধাদের স্মরণ করা ও মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা।

সাদরুল আহমেদ খান

এই দৌড়ের স্লোগান হিসেবে রাখা হয়েছে ‘ধারাবাহিক উন্নয়ন, বিভেদ নয় বন্ধন।’
এদিকে ৬ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ১৩ ইউনিয়ন ও ১ পৌরসভায় একযোগে পতাকা উত্তোলন করা হয়। আর সকাল ৯টা থেকে বিজয় র‍্যালি দৌড় শরীফপুর, হাজীপুর, টিলাগাঁও, ব্রাহ্মণবাজার, বরমচাল হয়ে সন্ধ্যা ৬ টায় ভাটেরা ইউনিয়নে শেষ হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন