সিলেটে সাংবাদিকদের উপর হক সুপার মার্কেট ব্যবসায়ীদের হামলা

প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২২

সিলেটে সাংবাদিকদের উপর হক সুপার মার্কেট ব্যবসায়ীদের হামলা

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জিন্দাবাজারে সাংবাদিক উপর হক সুপার মার্কেট ব্যবসায়ীরা হামলা চালিয়েছে। চুরির স্বর্ণালংকার উদ্ধার অভিযানকে কেন্দ্র করে সিলেটে সাংবাদিক ও স্বর্ণ ব্যবসায়ীরা মুখোমুখি অবস্থানে রয়েছেন। অভিযানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের সাথে অস্বজন্যমূলক আচরন ও মার্কেট থেকে সাংবাদিকদের বের করে দেওয়ার প্রতিবাদে সিলেটে কর্মরত সাংবাদিকরা সড়কে অবস্থান নিয়েছেন।

 

সোমবার (২৮ নভেম্বর) দুপুর ১টায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ হক সুপার মার্কেটে এ ঘটনাটি ঘটে।

 

জানা যায়, দুপুর ১২টার দিকে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ হক সুপার মার্কেটে চোরকে সাথে নিয়ে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধারে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশ মার্কেটের ভেনাস জুয়েলার্সে তল্লাশী করে।

 

এ ঘটনায় সিলেটে কর্মরত সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গেলে মার্কেটের ব্যাবসায়ীরা বাধা দেন। সাংবাদিক ব্যবসায়ীদের কথাকাটাকাটির এক পর্যায়ে ব্যবসায়ীরা সাংবাদিকদের অস্বজন্যমূলক আচরন করে ক্যামেরা মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান। ব্যবসায়ীরা সাংবাদিকদের উপর হামলা করে মার্কেট থেকে বের করে দেয়। এর প্রতিবাদে সাংবাদিকরা জিন্দাবাজার সড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান।

 

এ ঘটনা চলাকালে পুলিশ তাদের অভিযান অব্যাহত রাখে।

প্রসংগত, ২৬ অক্টোবর লালাদিঘীরপাড় এলাকার গৃহিনী শাহানা আক্তার ও সাংবাদিক আশরাফুল কবীর দম্পতির বাসায় চুরির ঘটনা ঘটে। চোর দল ভেতরে প্রবেশ করে ২১ লাখ টাকা মূল্যের ২৮ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এর কিছুদির আগে একই এলাকার মছব্বির আলীর বাসাসহ বেশ কয়েকটি বাসায় চুরির ঘটনা ঘটে।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন