প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৫
বিনোদন ডেস্ক : বলিউডের আলোচিত-সমালোচিত অভিনেত্রী সানি লিওন। গ্ল্যামারাস উপস্থিতি কিংবা ব্যক্তিগত জীবনের নানা অধ্যায় দিয়ে বহুবার খবরের শিরোনাম হয়েছেন তিনি। তবে সম্প্রতি এক বিশেষ অনুষ্ঠানে তার উপস্থিতি যেন ভিন্নমাত্রার এক চমক দেয় দর্শকদের। রূপ-লাবণ্য নয়, বরং সম্পূর্ণ ব্যতিক্রমী সাজে সানি এমনভাবে হাজির হন, মুহূর্তেই স্তম্ভিত হয়ে যায় দর্শক ও অতিথিরা।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ক্রিস্টালখচিত সিলভার পোশাকের সঙ্গে গোলাপি রঙের মিনি ওভার স্কার্ট পরে র্যাম্পে প্রবেশ সানি লিওনের। মঞ্চে এগিয়ে আসতে আসতে তিনি সরিয়ে ফেললেন ওভারস্কার্টটি। পুরাপুরি ক্রিস্টাল দিয়ে বানানো রুপালি পোশাকে ধরা দিলেন লাস্যময়ী এই অভিনেত্রী। আর সেখানেই টুইস্ট। স্কার্টে ঝুলছে সারি সারি কনডমের প্যাকেট। সানির এমন পোশাকে রীতিমতো চমকে যাওয়ার জোগাড় দর্শকদের। কিন্তু কেন কনডমকে পোশাকের সঙ্গী বানালেন তিনি? নেহাতই পাবলিসিটি? নাকি অন্য কারণ?
জানা যায়, ফ্যাশন আর সচেতনতাকে একসুতায় বাঁধতে চেয়েছেন বলিউডের এই মডেল-অভিনেত্রী। আর তার জন্য তিনি বেছে নিয়েছিলেন ১ ডিসেম্বর দিনটিকে। বিশ্ব এইডস দিবসে দর্শক-অনুরাগী থেকে আমজনতা, সকলকে দিলেন সচেতনতার বার্তা। এইচআইভি ও এইডসের মতো রোগের বিরুদ্ধে কন্ডোম ব্যবহারের গুরুত্ব ফ্যাশনের মাধ্যমেই বোঝালেন সানি। বার্তা দিলেন, জাঁকজমক আর আধুনিকতার জোয়ারে ভেসে সুরক্ষার কথা ভুললে হবে না।
উল্লেখ্য, সানি লিওনকে সবশেষ দেখা যায় চলতি বছরে মুক্তিপাপ্ত ব্যাডাস রবি কুমার সিনেমায়। ছবিটি পরিচালনা করেন নির্মাতা কিথ গোমস। সানির পাশাপাশি এ সিনেমায় অভিনয় করেন, হিমেশ রেশমিয়া, কীর্তি কুলহারি, জনি লিভারসহ আরও অনেকে।
এছাড়া সানির ঝুলিতে রয়েছে জনপ্রিয় আরও বেশ কিছু সিনেমা সেগুলো হলো, জিসম ২ (২০১২), জ্যাকপট (২০১৩), রাগিনী এমএমএস ২ (২০১৪), এক পেহেলি লীলা (২০১৫), তেরা ইন্তেজার (২০১৭) প্রভৃতি।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest