প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৫
নিউজ ডেস্ক : সিলেট বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সাবেক পুলিশ কনস্টেবল মৌলভীবাজার জেলার বাসিন্দা রিয়াজ আহমদ (২৮), পিতাঃ সাদিকুর রহমান, গ্রামঃ খুশহালপুর, থানা ও জেলাঃ মৌলভীবাজার কে গ্রেফতারের জন্য তার নিজ বাড়িতে অভিযান চালায় পুলিশ। তার বিরুদ্ধে ১ম আমলী আদালত মৌলভীবাজার জি.আর. নং: ২০৩/২০২৪ ফৌজদারি মামলা দায়ের রয়েছে বলে জানিয়েছেপুলিশ ।
পুলিশ সূত্র জানায়, অভিযুক্তকে বাড়িতে না পাওয়ায় অভিযান তৎক্ষণাৎ ব্যর্থ হয়েছে। থানা অফিসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রিয়াজ আহমদ কে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অনুসন্ধান চালাচ্ছেন। পুলিশ জানিয়েছে, যেকোনো মূল্যে তাকে আইনের আওতায় আনা হবে।
২০১৫ সালে রিয়াজ মিয়া নামে তিনি বাংলাদেশ পুলিশ বাহিনী যোগদেন, তিনি বন্দরবাজার পুলিশ ফাঁড়ি এসএমপি সিলেট আওতাধীন কর্মরত ছিলেন। স্থানীয়রা জানিয়েছেন, বিগত সরকারের পদত্যাগের পর থেকে বর্তমান সরকারের কুচক্র মহল তার বিরুদ্ধে এই সকল মামলা দায়ের করার কারণে এই মামলা ও পুলিশেরর হয়রানিতে এলাকায় তোলপাড়ের সৃষ্টি করেছে।
তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ৫ই আগস্টের আগে সে তার স্ত্রী এবং বাচ্চা নিয়ে রিয়াজ আহমদ দেশের বাহিরে চলে যান। পরিবার দাবি করেছে, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলাকালীন তাদের সঙ্গে কিছু ক্ষেত্রে অশোভন আচরণেরও ঘটনা ঘটেছে, তাছাড়াও অভিযান কালে আইনশৃঙ্খলা বাহিনী তার পরিবারের সদস্যদের বিভিন্ন হুমকি সহ ভয়ভীতি প্রদান করে। এবং স্থানীয় লোকজন তার বাড়িতে ভাংচুর করেছে বলে জানাগেছে। তার পিতার সাথে কথা বললে তিনি বলেনঃ তার পুত্র রিয়াজ আহমদ নির্দোষ এবং আইন মান্যকারী, দেশপ্রেমী একজন সৎ পুলিশ হিসেবে কর্মরত ছিলেন, বর্তমান প্রশাসন তাঁকে উদ্দেশ্য মূলক ভাবে তার বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে তার সম্মানহানী ও চাকরীচ্যুত করেছে।
পুলিশ জানিয়েছে, তারা তদন্ত ও গ্রেফতারের কার্যক্রম যথাযথভাবে চালাচ্ছে এবং জনগণকে বিভ্রান্তিকর তথ্য এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। এছাড়া পুলিশ আশা করছে, সম্প্রদায়িক শান্তি বজায় রাখতে স্থানীয়রা সহায়তা করবে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest