জীবিত থাকতে প্রশংসা করি না, চলে গেলে আদিখ্যেতা : বাপ্পারাজ

প্রকাশিত: ৯:০৭ পূর্বাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৫

জীবিত থাকতে প্রশংসা করি না, চলে গেলে আদিখ্যেতা : বাপ্পারাজ

6

 

বিনোদন ডেস্ক : এক সময়ের জনপ্রিয় নায়ক বাপ্পারাজকে এখন আর সেভাবে পর্দায় দেখা যায় না। তবে সামাজিকমাধ্যমে প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্ধু হয়ে উঠেন তিনি।

 

বিরহের ট্যাগলাইন দিয়ে তার ছবি নিয়ে তৈরি হয় মিমস এবং মানুষ মেতে ওঠে হাস্যরসে।
এদিকে ভালো চরিত্রে ডাক পেলে আবারও অভিনয়ে ফিরতে চান বাপ্পারাজ। এবার এক মন্তব্যে তিনি চলচ্চিত্রের দুরবস্থার কথা বলেছেন।

 

1

শুক্রবার (১৭ অক্টোবর) শিশু-কিশোরদের জনপ্রিয় কার্টুন টম অ্যান্ড জেরির টমের এক ছবি পোস্ট করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন বাপ্পারাজ। সেখানে অভিনেতা লেখেন, আজকাল একটা ট্রেন্ড হয়ে গেছে, কাউকে কিছু জিজ্ঞেস করলেই বলে, ও নেই বলেই এর উত্থান হয়েছে, ও থাকলে আসতে পারত না। ও নেই বলেই, চলচ্চিত্রের আজ দুরবস্থা।

 

যোগ করে তিনি লেখেন, এটা বোঝার জন্য পিএইচডি করার দরকার হয় না। ও থাকা অবস্থাতেই ওর অবস্থা পড়তির দিকে ছিল, ও থাকা অবস্থাতেই চলচ্চিত্রের খারাপ অবস্থা শুরু হয়ে গিয়েছিল। আমরা মানুষ জীবিত থাকতে তার প্রশংসাও করি না, সম্মান দিতেও কুণ্ঠিত হই। চলে গেলেই যত ভালোবাসা, আদিখ্যেতা।

 

এর আগে নিজের ফেসবুকে একটি রহস্যময় পোস্ট করেছেন। সেই পোস্ট ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মনে কৌতূহল ও উদ্বেগের জন্ম দিয়েছে। গত রোববার (১২ অক্টোবর) নিজের একটি ছবি পোস্ট করেন বাপ্পারাজ। ছবিতে তাকে দেখা যায় কালো চশমা পরা, গম্ভীর মুখে দূরে তাকিয়ে থাকতে। ছবির ক্যাপশনে অভিনেতা লিখেছেন মাত্র এক শব্দ, ‘বিদায়’।

1

 

১৯৮৬ সালে চাঁপা ডাঙ্গার বউ’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় নায়করাজ রাজ্জাকপুত্র বাপ্পারাজের। প্রথম সিনেমায় অভিনয় করেই কুড়ান প্রশংসা। অভিনয় করেছেন একশরও বেশি সিনেমায়। বিশেষ করে ৯০-এর দশকে রোমান্টিক ও ট্র্যাজিক নায়ক হিসেবে দর্শকের হৃদয়ে জায়গা করে নেন তিনি।

 

সবশেষ ‘রক্ত ঋণ’ নামে একটি সিরিজের অভিনয় করেছেন বাপ্পারাজ। চলতি বছরের ফেব্রুয়ারিতে এর ট্রেলার প্রকাশ হয়। যেখানে বাপ্পারাজকে দেখা গেছে অফিসার ইনচার্জ (ওসি) সায়েম জব্বার চরিত্রে। মোস্তফা খান শিহান নির্মিত সিরিজে তার লুক দর্শকমহলে বেশ প্রশংসিত হয়।

8

 

4

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
4