হঠাৎ রাতের নীরবতা ভেঙে দেয় আগুনের লেলিহান শিখা

প্রকাশিত: ৮:৩৭ পূর্বাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৫

হঠাৎ রাতের নীরবতা ভেঙে দেয় আগুনের লেলিহান শিখা

4

 

নিউজ ডেস্ক : হঠাৎ রাতের নীরবতা ভেঙে দেয় আগুনের লেলিহান শিখা। ফেঞ্চুগঞ্জের পল্লী বিদ্যুতের কন্ট্রোল রুমে দেখা দেয় ভয়াবহ অগ্নিকাণ্ড। মুহূর্তেই অন্ধকারে ডুবে যায় আশপাশের পাঁচ উপজেলা। আতঙ্ক আর দুর্ভোগে রাত কাটায় হাজারো মানুষ।

 

সিলেটের ফেঞ্চুগঞ্জে পল্লী বিদ্যুতের সুইচিং কন্ট্রোল রুমে বৃহস্পতিবার দিবাগত রাতে হঠাৎ ভয়াবহ আগুন লাগে, যার জেরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে আশপাশের পাঁচটি উপজেলা।

 

5

জানা গেছে, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ১২টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার পালবাড়ী এলাকায় অবস্থিত পল্লী বিদ্যুতের কন্ট্রোল রুমে আগুনের সূত্রপাত ঘটে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও রুমের গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি পুড়ে যায়। এ কারণে ফেঞ্চুগঞ্জ উপজেলা সম্পূর্ণ এবং ওসমানীনগর, রাজনগর, গোলাপগঞ্জ  ও বালাগঞ্জের আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

2

 

ফেঞ্চুগঞ্জ পল্লী বিদ্যুৎ এরিয়া অফিসের এজিএম শামসুল ইসলাম জানান, ‘আগুন নিয়ন্ত্রণে এলেও অনেক যন্ত্রাংশ নষ্ট হয়ে গেছে। ফলে ফেঞ্চুগঞ্জের ৫ উপজেলা পুরোপুরি বিদ্যুৎহীন রয়েছে। এছাড়া ওসমানীনগর, রাজনগর, গোলাপগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।’

6

 

ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর বাসিন্দারা দুর্ভোগে পড়েছেন। দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারের চেষ্টা চলছে বলে জানানো হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে।

5

 

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
7