চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী সামছুল ইসলামকে খুঁজছে পুলিশ

প্রকাশিত: ১০:৪২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২২

1

নিউজ ডেস্ক : বিশ্বনাথ নওদার রহমান নগর গ্রামের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখল, অভিযোগ উঠেছে সৎ ভাই বিরুদ্ধে। দিন মজুর হেলাল মিয়ার স্ত্রী রহিমা বেগম বলেন, দীর্ঘদিন ধরে তার পৈতৃক জমি নিয়ে ভাইয়েদের মধ্য বিরোধ চলিয়া আসছে।

 

গতকাল মঙ্গলবার ২৭/১২/২০২২ ইংরেজী তারিখে দুপুর অনুমান ১টার সময় আমার স্বামী হেলাল মিয়া ধান ক্ষেতে সেচের পানি দিতে যান। কিছুসময় পর সামছুল ইসলাম এসে আমার স্বামীকে বলেন এই জমি আমার এখানে কার অনুমতি নিয়ে পানি দিচ্ছেন। ভালোয় ভালোয় এখান থেকে চলে যান।

3

 

সামছুল ইসলাম তার কথার প্রতি উত্তরে আমার স্বামী হেলাল মিয়া বলেন আপনার সৎ ভাইর বাড়ীতে আমি গৃহস্থির কাজ করি, তার অনুমতি ছাড়া আমি এখান থেকে যাব না। তখন সামছুল ইসলাম তার সাথে আসা মোঃ জাফর উদ্দিন সোহান, আমির আলী, মোঃ রিজান আহমদ সজীব, কাওসার হোসেন মুন্না তাদেরকে হুকুম দিয়ে বলেন দেখছিস কি এখনি শেষ করে দে। তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দা, সুলফি, বাশের লাঠি, লোহার রড দিয়া আমার স্বামীকে তার আঘাত করতে থাকে। মোঃ জাফর উদ্দিন সোহান দা দিয়া মাথায় কুপ মারলে রক্তাক্ত জখম হয়। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন। আমির আলী সুলফি দিয়া বুকে আঘাত করে। মোঃ রিজান আহমদ সজীব, কাওসার হোসেন মুন্না, শামিম আহমদ, লোকমান হোসেনসহ তাদের হাতে থাকা লোহার রড, বাঁশের লাঠি দিয়ে হেলাল মিয়াকে এলোপাতাড়ি ভাবে আঘাত করলে হেলাল মিয়া অজ্ঞান হয়ে মাটিতে লুঠিয়ে পড়েন।

 

আশপাশের লোকজন এসে হেলাল মিয়াকে দ্রæত সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমার স্বামীকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল থেকে লাশের সুরতহাল রিপোর্ট শেষে থানা কর্তৃপক্ষ আমাদের কাছে লাশ হস্তান্তর করেন।

 

1

তিনি আরও বলেন, লাশ দাফন শেষে এলাকার গণ্যমান্য মুরব্বী ও আত্মীয় স্বজনের সাথে পরামর্শ করে আমি রহিমা বেগম বাদী হয়ে বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করি। মামলা নং-৪৮। মামলার আসামিরা হলেন-১। আমির আলী (৪৫), ২। মোঃ জাফর উদ্দিন সোহান (২৯), ৩। সামছুল ইসলাম (৩৭), ৪। মোঃ রিজান আহমদ সজীব (৩৬), ৫। কাওসার হোসেন মুন্না (২৪), ৬। শামিম আহমদ (৪০), ৭। লোকমান হোসেন (৩৬), ৮। আছকির আলী (৪৫), ৯। মনতাজ আলী (৪৭), ১০। হাসন মিয়া (৩৯), অজ্ঞাতনামা ৮/৯ জন।

5

 

5

বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ইন্সপেক্টর (নিরস্ত্র) শাখাওয়াত হোসেন জানান, বিষয়টি তদন্তের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
3