প্রকাশিত: ৬:০৪ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০২৫
নিউজ ডেস্ক : এ ব্যাপারে হামলার শিকার পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনাটি ঘটেছে এয়ারপোর্ট থানার সিদাইরপুল গ্রামে।
জানা গেছে, বাড়ির রাস্তায় চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির জের ধরে সিদাইরপুল গ্রামের ইলিয়াস মিয়া ও সুজন মিয়ার সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে ইলিয়াস মিয়ার বাড়িতে সুজন মিয়ার নেতৃত্বে প্রায় ২০০ মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।
এসময় তারা ৮টি গরু, নগদ আড়াই লক্ষ টাকা, দুই ভরি সোনা ও ৪টি মোবাইল ফোন লুট করে বলে গণমাধ্যম কর্মীদের জানান ইলিয়াস মিয়া ও তার স্বজনরা।
আহতরা হলেন সিদাইরপুল গ্রামের মৃত আব্দু সোবহানের ছেলে ইলিয়াস মিয়া (৪০), কয়েস মিয়া (৩৫), আল-আমীন ,লায়েক মিয়া (২২), রুমন আহমদ (১০), মায়ারুন নেছা (৬০), সেলি বেগম (২৯), ইয়ারুন বেগম (৩২), রায়না বেগম (৩৮), সুফিয়া বেগম (২৫), রিপা বেগম (২০), মনসুর আহমদ (২২), শিপা বেগম (১৬), সজীব আহমদ (৮), লিজা বেগম (১৩)।
তাদের সবাইকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম।
তিনি জানান, এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।
এয়ারপোর্ট থানার ওসির (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি তা রিসিভ করেন নি।
ডিউটি অফিসার মিশকাত জানিয়েছেন, শনিবার বিকাল সোয়া ৫টা পর্যন্ত কোনো অভিযোগ জমা পড়েনি।




উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest