বাংলাদেশে এসে এক অভিনেতার চড় খেয়েছিলেন নোরা

প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২২

বাংলাদেশে এসে এক অভিনেতার চড় খেয়েছিলেন নোরা

বিনোদন ডেস্ক : বাংলাদেশে শুটিং চলাকালে এক সহ-অভিনেতাকে চড় মেরেছিলেন বলিউড তারকা নোরা ফাতহি। এমনকি ওই সহ-অভিনেতার সঙ্গে ঝগড়ায়ও জড়িয়ে পড়েছিলেন তিনি।

 

একই সঙ্গে ওই অভিনেতার পাল্টা চড়ও খেয়েছিলেন।
ভারতীয় কমিডি প্রোগ্রাম ‘দ্য কপিল শর্মা শো’তে নোরা ফাতহি নিজেই এক কথা জানিয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।

 বলিউড তারকা নোরা ফাতহি

সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘অ্যান অ্যাকশন হিরো’র প্রচারে সিনেমার অভিনেতা আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘দ্য কপিল শর্মা শো’তে হাজির হয়েছিলেন বলিউডের এই অভিনেত্রী। শো চলাকালীন এক আলাপে নোরা ফাতহির অনেক অজানা তথ্য বেরিয়ে আসে।

 

নোরা বলেন, ‘একবার বাংলাদেশে শুটিং করার সময় এক সহ-অভিনেতা আমার সঙ্গে খারাপ আচরণ করেছিলেন। আমি তাকে চড় মারি। একপর্যায়ে তিনিও আমাকে পাল্টা চড় মারেন। ’

 

অভিনেত্রী বলেন, ‘আমি তাকে পুনরায় চড় মারলে তিনি আমার চুল টেনে ধরেছিলেন। তারপর আমাদের বিশাল ঝগড়া বাধে। পরে পরিচালক এসে তা থামায়। ’

 

তবে, কবে এ ঘটনা ঘটেছিল কিংবা কার সঙ্গেই বা ঝগড়া বেঁধেছিল, এ বিষয়ে নোরা কোনো তথ্য প্রকাশ করেননি।

 

সম্প্রতি বাংলাদেশ সফরে এসেছিলেন নোরা ফাতহি। অনুষ্ঠানের আয়োজক মারিয়া মঞ্চে বলেছিলেন নোরা ফাতহি প্রথমবার বাংলাদেশে এসেছেন। তবে, মাইক্রোফোন হাতে নোরা ফাতহি নিজেই জানান এটি দ্বিতীয়বারের মতো তার ঢাকা সফর।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন