সিলেটে অটোরিকশা ভাঙচুর, কেন এত আক্রোশ রিকশা শ্রমিকদের?

প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৫

সিলেটে অটোরিকশা ভাঙচুর, কেন এত আক্রোশ রিকশা শ্রমিকদের?

6

 

3

নিউজ ডেস্ক : সিলেটে দিনে দিনে বেপারোয়া হয়ে উঠছেন ব্যাটারিচালিত রিকশা চালকরা। রাজপথে তাদের বিক্ষোভ কর্মসূচি থেকে সিএনজিচালিত অটোরিকশা, চালক ও যাত্রীদের উপর হামলার ঘটনা ঘটেছে। তবে তাদের এমন আক্রোশে কিংকর্তব্যবিমুঢ় সিএনজিচালিত অটোরিকশার মালিক চালক ও যাত্রীরা।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে এরকম একাধিক ঘটনা ঘটেছে নগরীর সিটি পয়েট ও চৌহাট্টা পয়েন্টে।

গত ২২ সেপ্টেম্বর থেকে সিলেটে শুরু হয়েছে অবৈধ যানবাহনের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান। এসব অভিযানে অন্তত আড়াই শতাধিক অবৈধ যানবাহন আটক এবং ৮০টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

4

এর প্রতিবাদে এবং আটক রিকশা ফেরতের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা নগরীর আলিয়া মাদরাসা মাঠে জড়ো হতে শুরু করেন।

8

দুপুরের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা চৌহাট্টা পয়েন্টে অবস্থান নেন। এসময় নয়াসড়কগামী একটি সিএনজিচালিত অটোরিকশার উপর কয়েকজন রিকশা শ্রমিক হামলা করে বসেন। তখন একজন যাত্রী এর কারণ জানতে চাইতে তাকে মারধোর এবং অটোরিকশাটি ভাঙচুর করা হয়। এতে অটোরিকশাটি ক্ষতিগ্রস্ত হয়।

8

এরপর তারা মিছিল নিয়ে আসেন নগরীর বন্দরবাজার এলাকায়। সিটি পয়েন্টে তারা অন্তত তিনটি সিএনজিচালিত অটোরিকশার উপর হামলা ও ভাঙচুর করেছেন। এতে একজন অটোরিকশা চালক আহত হয়েছেন। হামলায় শিকার সিএনজিচালিত অটোরিকশাগুলোর গাড়ির হেডলাইট, সিগনাল লাইট, স্টিয়ারিং ইত্যাদি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এখানে হামলার শিকার এক সিএনজিচালিত অটোরিকশার চালক জাবেদ (২৮) বলেন, আমারে ২০/২৫ জনে মিলিয়া মারছইন। চোররে মানসে ইলা মারেনা।

তার ঘাড়ের নিচ, পিঠ, বাহু ও মুখে আঘাতের চিহ্ন দেখা যায়। এসময় তার ভাই মামলা দায়ের করবেন বলেও জানিয়েছেন।

পরে মিছিলটি পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গেলে সেখানেও তারা একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে।

তবে সিএনজিচালিত অটোরিকশার উপর তাদের এই আক্রোশ কেন? এমন প্রশ্নের কোনো সঠিক জবাব জানা যায়নি। হামলার শিকার চালক থেকে শুরু করে যাত্রী, কেউই এ ব্যাপারে কিছু বলতে পারছেন না।

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
3