প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৫
নিজস্ব প্রতিবেদক : সিলেটের রাজপথে চলছে পুলিশের অ্যাকশন। অবৈধ যানবাহনের বিরুদ্ধে টানা তিনদিন ধরে চলছে বিশেষ অভিযান।
বুধবার (২৪ সেপ্টেম্বর) ছিল অভিযানের তৃতীয় দিন। এদিন মোট ৬৯টি যানবাহন আটকের পাশাপাশি প্রয়োজনীয় ডকুমেন্ট না থাকায় ৩১টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার আটক যানবাহনের মধ্যে ছিল ব্যাটারিচালিত রিকশা ৪৪, সিএনজিচালিত অটোরিকশা ২, মোটরসাইকেল ২২ ও একটি পিকআপ।
এছাড়াও ৪টি সিএনজিচালিত অটোরিকশা, ১৮টি মোটরসাইকেল, ২টি ট্রাক, ২টি মাইক্রোবাস, ৩টি কার ও ২টি পিকআপসহ মোট ৩১টি যানবাহন প্রয়োজনীয় ডকুমেন্ট প্রদর্শন করতে না পারায় সেগুলোর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে জেলা প্রশাসন, র্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে নগরীর শামীমাবাদ এলাকার ১০টি গ্যারেজের অবৈধ বৈদ্যুতিক মিটার, ১৪৫ ফুট তার ও ১৮০টি চার্জিং পয়েন্ট জব্দ করা হয়েছে।
এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest