সিলেটে অবৈধ যানবাহন অভিযানে মাঠে নামছে পুলিশ

প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৫

সিলেটে অবৈধ যানবাহন অভিযানে মাঠে নামছে পুলিশ

3

 

নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যানজট কমাতে আগামীকাল সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে বিশেষ অভিযান শুরু করছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। সকাল ৮টা থেকে নগরীর পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে একযোগে এই অভিযান পরিচালিত হবে।

1

 

8

এসএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, মেন্দিবাগ, নাইওরপুল, জিতু মিয়ার পয়েন্ট, রিকাবীবাজার এবং পাঠানটুলা এলাকায় অভিযান চালানো হবে। এসব স্থানে সিনিয়র অফিসারদের তত্ত্বাবধানে ব্যাটারিচালিত অটোরিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

1

 

এ সময় পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম প্রতিটি পয়েন্টে ধারাবাহিকভাবে উপস্থিত থাকবেন। সকাল ৯টায় তিনি রিকাবীবাজার পয়েন্টে এসে সাংবাদিকদের সাথে কথা বলবেন।

 

1

এর আগে গত সপ্তাহে এসএমপি সড়ক শৃঙ্খলা ফেরাতে পাঁচ দফা নির্দেশনা জারি করে। নির্দেশনায় বলা হয়, নগরীতে ব্যাটারিচালিত রিকশা, রেজিস্ট্রেশনবিহীন ও ভুয়া নাম্বার প্লেটযুক্ত যানবাহন চলাচল করতে পারবে না। অনুমোদিত স্ট্যান্ড ছাড়া অন্য কোথাও অটোরিকশা পার্কিং করা যাবে না। এছাড়া মোটরসাইকেল চালক ও আরোহীকে হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

 

এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নির্দেশনা কার্যকর করতে নগরজুড়ে মাইকিং করা হচ্ছে। সোমবার থেকে অভিযান শুরু হবে, নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
6