প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৫
নিউজ ডেস্ক : সিলেটে হকার উচ্ছেদ নিয়ে চলছে তুমুল আলোচনা। কি করবে তারা, কোথায় যাবে? কিভাবে চলবে তাদের ব্যবসা বাণিজ্য বা ঘর সংসার।
সম্প্রতি সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলম গণমাধ্যমকে জানিয়েছিলেন, হকারদের জন্য নির্ধারিত স্থান লালদিঘীরপার হকার্স মার্কেটে তাদের যেতে হবে। রাজপথ ফুটপাত ছেড়ে দিতে হবে। অন্যতায় তাদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
অবশ্য সেজন্য তিনি সময়ও নিয়েছিলেন। বলেছিলেন লালদিঘীরপার অস্থায়ী হকার্স মার্কেট প্রস্তুত করতে সপ্তাহ বা ১০/১২ দিন সময় লাগতে পারে। এরপর যারা রাজপথ বা ফুটপাতে ব্যবসার পসরা নিয়ে বসবেন তাদের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তার এই ঘোষণার পর থেকেই আতঙ্ক বিরাজ করছে সিলেটের ছোটো ব্যবসায়ী বা হকারদের মধ্যে।
এমনকি তাদের পরিবারের সদস্যরাও ভোগছেন চরম হতাশায়। তারা ধরেই নিয়েছেন জেলা প্রশাসকের ওই কথার পর এক সপ্তাহ হচ্ছে, ২২ সেপ্টেম্বর। সেদিন থেকে তাদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু হচ্ছে।
তবে না। ঘটনা তেমন না। জেলা প্রশাসক জানিয়েছেন, ২২ তারিখের পর থেকে হকার উচ্ছেদে নামছেন না তারা।
তবে কবে? এমন প্রশ্নের জবাবে সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম বলেছেন, লালদিঘীর পার অস্থায়ী হকার্স মার্কেট প্রস্তুত হতে আরেকটু সময় লাগছে। সেটা পুরোপুরি প্রস্তুত হওয়ার পর সবাইকে সেখানে যেতে হবে। তা না হলে শুরু হবে অভিযান।
মানে সিলেটের ফুটপাতে আরও সপ্তাহখানেক ব্যবসা করতে পারবেন ক্ষুদ্র ছোটো ব্যবসায়ীরা। তবে সেটা কেবলই ফুটপাতে। কেউ রাজপথে বসলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আগেই দিয়ে রেখেছেন সিলেটের নবাগত জেলা প্রশাসক সারোয়ার আলম।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest