প্রকাশিত: ৮:৫৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৫
নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর বন্দরবাজার এলাকার নাগরী চত্বরে সিলেট জেলা প্রশাসন ও সিলেট বিআরটিএ’র উদ্যোগে অবৈধ সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
এসময় ১২জন অটোরিকশা চালককে জরিমানা ও সতর্ক করা হয়। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান চলে।
সিলেট জেলা প্রশাসকের সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) মাহমুদ আশিক কবিরের নেতৃত্বে এই অভিযান উপস্থিত ছিলেন বিআরটিএ সিলেট অফিসের কর্মকর্তা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) ও পুলিশ সদস্যরা।
সিলেট সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) মাহমুদ আশিক কবির জানান, মহানগরীর বন্দরবাজার থেকে শেখঘাট, লামাবাজার, এম.এ.জি ওসমানী মেডিকেল, সুবিদবাজার, আখালিয়া, তেমুখি ও বাইপাস রোডে চালিত সকল সিএনজিচালিত অটোরিকশার কাগজ-পত্রাদি, চালকের লাইসেন্স এবং গাড়ির ফিটনেস্ ও ইন্সুরেন্স যাচাই-বাছাই করা হয়েছে।
এসময় ১২জন অটোরিকশা চালককে জরিমনা ও সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। এমন অভিযান অব্যাহত রাখার কথাও জানিয়েছেন তিনি।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest