যুব সমাজের সামাজিক অবক্ষয় রোধে সচেতন মহলকে ভূমিকা রাখতে হবে – ইউএনও ঊর্মি রায়

প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৫

যুব সমাজের সামাজিক অবক্ষয় রোধে  সচেতন মহলকে ভূমিকা রাখতে হবে – ইউএনও ঊর্মি রায়

8

 

নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নির্বাহী অফিসার ঊর্মি রায় বলেছেন, যুবসমাজের সামাজিক অবক্ষয় রোধে শুধু প্রশাসন নয়, সচেতন সকল মহলকে ভূমিকা রাখতে হবে।

 

সকল প্রকারের সামাজিক অপরাধ থেকে নিজ নিজ সন্তানদের মুক্ত রাখতে তিনি প্রত্যেক অভিভাবককে আরো সচেতন ও সতর্ক হওয়ার আহবান জানান।

 

ইউএনও ঊর্মি রায় বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ব্যক্তি মালিকানাধীন টিলাসহ সকল প্রকারের টিলাকাটা বন্ধে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি ও সচেতন সমাজকেও এগিয়ে আসতে হবে।

4

 

4

গতকাল ১৫ সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলা কনফারেন্স হলে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির নিয়মিত সভায় সভাপতির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। সভায় অন্যদের মধ্যে অংশ নেন মোল্লারগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ মামুন খান, মোগলাবাজার থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান, দক্ষিণ সুরমা থানার ওসি মোঃ মিজানুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ সালাহ উদ্দিন মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রোমান মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রাণী মোদক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন, উপজেলা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার রীমা দাশ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলম মুসিক, এভিসিবি-৩-এর উপজেলা সমন্বয়কারী মোছাঃ মরিয়ম সুলতানা, উপজেলা ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ আব্দুল আজিজসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা।

 

সভায় সাংবাদিক প্রতিনিধিরা নাম্বারপ্লেটবিহীন সিএনজিচালিত অবৈধ অটোরিক্সাসমুহকে নিয়মতান্ত্রিকভাবে নাম্বার প্লেইট প্রদান করতে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, নাম্বারপ্লেটবিহীন অটোরিক্সার পাশাপাশি আরো কিছু অবৈধ যানবাহন সড়ক ব্যবহারসহ সরকারের অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করলেও কার্যতঃ সরকার বিপুল পরিমান রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। তাই এদের বৈধতা দিলে সরকারের রাজস্ব বৃদ্ধির পাশাপাশি অত্র অঞ্চলে মাদকের ক্রমাগত আগ্রাসন এবং চুরি-ছিনতাই-রাহাজানী অনেকটা কমে আসবে। যা, আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর জন্য কিছুটা হলেও স্বস্তিদায়ক হবে।

1

 

6

সভায় সিলেট নগরির যানজট দূরীকরণ এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে জেলা ও সিটি প্রশাসন কর্তৃক ভাসমান হকারদের পুনর্বাসন এবং প্রতিটি ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগকে স্বাগত জানিয়ে বলা হয়, এই কার্যক্রমকে নগরির দক্ষিণাংশ পর্যন্ত বিস্তৃত করলে দক্ষিণ সুরমা উপজেলাবাসীও এ থেকে উপকৃত হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
6