প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৫
নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন প্রার্থী। নির্বাচনে ২৮টি পদের মধ্যে ২৩টি পদেই জয়ী হয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সদস্যরা। সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদকসহ (এজিএস) ১২টি সম্পাদকীয় পদ পেয়েছেন তারা। ১৩টি সদস্য পদের মধ্যে ১১টিই পেয়েছেন তারা। বাকি পাঁচটি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চূড়ান্ত ফল ঘোষণা করেন চিফ রিটার্নিং কর্মকর্তা মো. জসীম উদ্দিন।
এক নজরে দেখে নেওয়া যাক কোন পদে কে জিতলেন:
সহ-সভাপতি (ভিপি): মো. আবু সাদিক (সাদিক কায়েম) (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)—প্রাপ্ত ভোট ১৪ হাজার ৪২।
সাধারণ সম্পাদক (জিএস): এস এম ফরহাদ হোসেন (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)—প্রাপ্ত ভোট ১০ হাজার ৭৯৪।
সহ-সাধারণ সম্পাদক (এজিএস): মুহা. মহিউদ্দীন খান (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)—প্রাপ্ত ভোট ১১ হাজার ৭৭২।
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ফাতেমা তাসনিম জুমা (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)—প্রাপ্ত ভোট ১০ হাজার ৬৩১।
কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: উম্মে ছালমা (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)—প্রাপ্ত ভোট ৯ হাজার ৯২০।
আন্তর্জাতিক সম্পাদক: জসীমউদ্দিন খান (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)—প্রাপ্ত ভোট ৯ হাজার ৭০৬।
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ (স্বতন্ত্র)—প্রাপ্ত ভোট ৭ হাজার ৭৮২।
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: মো. ইকবাল হায়দার (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)—প্রাপ্ত ভোট ৭ হাজার ৮৩৩।
গবেষণা ও প্রকাশনা সম্পাদক: সানজিদা আহমেদ তন্বি (স্বতন্ত্র)—প্রাপ্ত ভোট ১১ হাজার ৭৭৮।
ক্রীড়া সম্পাদক: আরমান হোসেন (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)—প্রাপ্ত ভোট ৭ হাজার ২৫৫।
ছাত্র পরিবহন সম্পাদক: আসিফ আব্দুল্লাহ (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)—প্রাপ্ত ভোট ৯ হাজার ৬১।
সমাজসেবা সম্পাদক: যুবাইর বিন নেছারী (স্বতন্ত্র)—প্রাপ্ত ভোট ৭ হাজার ৬০৮।
স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: এম এম আল মিনহাজ (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)—প্রাপ্ত ভোট ৭ হাজার ৩৮।
মানবাধিকার ও আইন সম্পাদক: মো. জাকারিয়া (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)—প্রাপ্ত ভোট ১১ হাজার ৭৪৭।
ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক: মো. মাজহারুল ইসলাম (ছাত্রশিবির সমর্থিত প্যানেল)—প্রাপ্ত ভোট ৯ হাজার ৩৪৪।
কার্যনির্বাহী সদস্য:




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest