প্রকাশিত: ৩:৪৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৫
নিউজ ডেস্ক : সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হয়েছেন লুবানা ইয়াছমিন শম্পা। প্রায় এক দশক পর আয়োজিত নির্বাচনে তিনি সভাপতি পদে জয়ী হন। রোববার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সিলেট পিটিআই মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ২৭৪ জন ভোটার এতে অংশগ্রহণ করেন। ভোটগ্রহণ শেষে বিকেল ৫টায় গণনা শুরু হয় এবং পরে ফলাফল ঘোষণা করা হয়।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দুইজন প্রার্থী। লুবানা ইয়াছমিন শম্পা ১৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সামিয়া আক্তার পেয়েছেন ১০৯ ভোট, যা শম্পার চেয়ে ২৭ ভোট কম।
অন্যদিকে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৫ জন প্রার্থী। এদের মধ্যে সর্বাধিক ১৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী সামা হক চৌধুরী। এছাড়া ১৮৭ ভোট পেয়ে জাকিরা ফাতেমা লিমি চৌধুরী, ১৬৯ ভোট পেয়ে সুমাইয়া সুলতানা চৌধুরী, ১৫১ ভোট পেয়ে রেহানা আফরোজ খান, ১৪৬ ভোট পেয়ে রেহানা ফারুক শিরিন, ১৪৪ ভোট পেয়ে আসমাউল হাসনা খান, ১৪১ ভোট পেয়ে গাজী জিনাত আফজা, ১৪০ ভোট পেয়ে শাহানা আক্তার এবং ১৩৮ ভোট পেয়ে তাহমিনা হাসান চৌধুরী পরিচালক নির্বাচিত হন।
নির্বাচনে ১১ সদস্যের পরিচালনা পর্ষদের সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আলেয়া ফেরদৌসি তুলি। ২০১৫ সালে প্রতিষ্ঠিত সিলেট উইমেন চেম্বারের ইতিহাসে দীর্ঘ বিরতির পর এ নির্বাচন অনুষ্ঠিত হলো।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest