সিলেটে মায়ের সাথে অভিমান, চলে গেল শিশু সামিউল

প্রকাশিত: ৭:৩২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৫

সিলেটে মায়ের সাথে অভিমান, চলে গেল শিশু সামিউল

8

নিউজ ডেস্ক : দশ বছরের শিশু সামিউল। মা বকুনি দিয়েছিলেন। পরে সে এমনই অভিমান করে যে, পৃথিবীর মায়া ছেড়ে চলে যায় জীবনের ওপারে।

 

ঘটনা বুধবার (৩ সেপ্টেম্বর) সকালের। সামিউলের ভালো নাম সামিউল আদিব। সে সুনামগঞ্জ সদরের খামতিয়ার গ্রামের আবেদিন সুমনের ছেলে।

6

 

বর্তমানে তারা সুবিদবাজারের পিটিআই ট্রেনিং সেন্টারের বিপরীত গলির দোয়েল ৩/৪নংবাসার বাসিন্দা।

 

2

সকাল সাড়ে ১১টার দিকে সামিউলকে তার মা বকাঝকা করেছিলেন। সে প্রচণ্ড অভিমান নিয়ে বাথরুমে প্রবেশ করে। কিছুসময় পর মা তাকে খুঁজতে বাথরুমে তার ঝুলন্ত লাশ দেখতে পান।

8

 

8

তাকে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

 

এ ব্যাপারে জানতে চাইলে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) জিয়াউল হক বলেন, সামিউলের লাশ এখনো ওসমানীর মর্গে রাখা আছে। এ ব্যাপারে কোনো অভিযোগ এখনো দায়ের হয়নি।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
8