প্রকাশিত: ৬:০৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৫
বিনোদন ডেস্ক : শোবিজ তারকাদের নিয়ে ভক্তদের বরাবরই উন্মাদনা দেখা যায়। এবার তেমনই একটি ঘটনা সামনে আনলেন আলোচিত মডেল-অভিনেত্রী ও সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়া। এক ব্যক্তি ঘনিষ্ঠ সম্পর্কে জড়ানোর জন্য ইনবক্সে প্রস্তাব দিয়েছেন তাকে। সেই মেসেজের স্ক্রিনশট তার ভেরিফায়েড ফেসবুক পেইজে পোস্ট করে বিষয়টি জানিয়েছেন এ অভিনেত্রী।
পিয়ার পোস্টে দেখা যাচ্ছে―ওই ব্যক্তি নিজেকে এ অভিনেত্রীর ভক্ত দাবি করে লিখেছেন, ‘আমি কোনো বেঈমান অথবা বাজে ছেলে নই। আমি দীর্ঘদিন থেকে আপনার প্রতি খুব বেশি সীমাহীনভাবে দুর্বল এবং আপনার এক অন্ধভক্ত প্রেমিক বন্ধু। আমাকে ফিরিয়ে দেবেন না।’
এরপরই ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির প্রস্তাব দিয়ে তিনি লিখেছেন, ‘আমার কলিজা থেকে বলছি, চিরদিনের জন্য আপনাকে আমার পার্সোনাল বন্ধু, একান্ত আপনজন ভাবছি। শুধু আপনার আর আমার মধ্যে ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চাই। আপনি-আমি ছাড়া আমাদের গভীর প্রেমের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পৃথিবীর কেউ জানবে না। আল্লাহর কসম।’
মডেল পিয়াকে ওই ব্যক্তি আরও লিখেছেন, ‘প্রতিটি মুহূর্ত আপনার দিকে তাকিয়ে আছি, আশা করি বিশ্বাস করবেন। দয়া করে আপনার ফোন নম্বর, হোয়াটসআপ নম্বর দিন—প্লিজ।’

মডেল পিয়া অবশ্য এসব মেসেজের নির্দিষ্ট কোনো জবাব দেননি। তবে শেষ মেসেজের পর একটি ফোন নম্বর দিয়েছেন তিনি, যেটি রাজধানী ঢাকার গুলশান থানার নম্বর।
এদিকে পিয়ার এ পোস্ট নিয়ে ব্যাপক চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে অনেকেই পিয়ার ভক্তের এমন ঘটনা নিয়ে ব্যাপক রসিকতা করছেন। কেউ কেউ আবার বলছেন, কারও আবেগ নিয়ে এমনটা করা মোটেও ঠিক নয়।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest