প্রকাশিত: ৪:২৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৫
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি- সংগৃহীত
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এরপর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাতের সময় জেনারেল ওয়াকার-উজ-জামান তার সাম্প্রতিক চীন সফর সম্পর্কে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। এ ছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।
আইএসপিআরের তথ্য অনুযায়ী, সেনাপ্রধান ২১ আগস্ট সরকারি সফরে চীনে যান এবং বুধবার রাতে দেশে ফেরেন। চীনে থাকার সময় তিনি পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) স্থলবাহিনীর পলিটিক্যাল কমিসার জেনারেল চেন হুইসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়, রোহিঙ্গা প্রত্যাবর্তনে সহায়তা এবং বাংলাদেশের সামরিক শিল্পোন্নয়নে চীনের সহযোগিতাবিষয়ক আলোচনা হয়।
আইএসপিআর জানায়, ২২ আগস্ট চীনের পিএলএ সদর দপ্তরে পৌঁছালে সেনাপ্রধানকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এরপর তিনি পিএলএ স্থলবাহিনীর পলিটিক্যাল কমিসারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতের সময় কৌশলগত সহযোগিতা, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ এবং বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের প্রত্যাবর্তনের বিষয়গুলো আলোচনা হয়।
২৩ আগস্ট সেনাপ্রধান চীনের নরিনকো গ্রুপের প্রেসিডেন্ট চেন ডেফাংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ ছাড়া তিনি পিএলএ একাডেমি অব আর্মড ফোর্সের বেইজিং ক্যাম্পাসের প্রশিক্ষণ সুবিধা এবং বিভিন্ন সামরিক সরঞ্জাম উৎপাদন গবেষণাগার পরিদর্শন করেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest