প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৫
সিলেট প্রতিনিধি : বাংলাদেশ কংগ্রেস এর সিলেট মহানগর কমিটি ও সিলেট জেলা কমিটির যৌথ আয়োজনে গত ২৯/০৮/২০২৫ইং রোজ শুক্রবার বিকাল: ৩.০০ ঘটিকার সময় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কংগ্রেস সিলেট মহানগর কমিটির আহবায়ক তোফায়েল আহমদ এর সভাপতিত্বে ও গোয়াইনঘাট উপজেলা কমিটির আহবায়ক শেখ জামিল আহমেদ জয় এর পরিচালনায় প্রোগ্রামের শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন কানাইঘাট উপজেলা আহবায়ক হাফিজ কামাল আহমদ। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান জননেতা এ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কংগ্রেস এর মহাসচীব এ্যাডভোকেট মো: ইয়ারুল ইসলাম, আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচীব আব্দুল্লাহ আল মামুন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল মুর্শেদ, কেন্দ্রীয় কমিটির সিনেট সদস্য ও সিলেট বিভাগীয় সমন্বয়কারী এ্যাডভোকেট মামুনুর রশীদ, কেন্দ্রীয় কমিটির কৃষি, খাদ্য ও সমবায় সম্পাদক তোফায়েল আহমেদ, সিলেট বিভাগীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা আহবায়ক বদরুল আলম সহ স্থানীয় নেতৃবৃন্দ সহ অনেকেই। এর আগে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেটে এসে পৌছলে হযরত শাহপরান (রহ) ও হযরত শাহজালাল (রহ) মাজার জিয়ারত করে সিলোটের অনেক দর্শনীয় স্থান পরিদর্শন করেন। প্রধান আলোচক তার বক্তব্যে বলেন, সিলেট ৩৬০ আউলিয়ার পূণ্যভূমি, এখান থেকে সকল রাজনৈতিক দল নির্বাচনী প্রচারনা শুরু করেন তাই আমরা ও এই সিলেট থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করলাম। প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন বলেন, এই সিলেট হযরত শাহজালাল (রহ:)ও হযরত শাহপরান (রহ:)এর পূন্যভূমি থেকে আজ আমরা সিলেটের ওলি আওলিয়ার মাজার জিয়ারত করে ৩৬০ আসনে নির্বাচন করার ঘোষনা দিয়ে ওলিদের দোয়া নিয়ে গেলাম। আশা করি আগামী নির্বাচনে আমরা কোন কলংকিত দলের লেজুড় না ধরে ও নির্বাচনে প্রার্থী দিয়ে সুষ্ঠু নির্বাচন হলে বাংলাদেশ কংগ্রেস সরকার গঠনের সম্ভাবনা রাখে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং সিলেটে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলেন।





অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest