প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ, আগস্ট ২৮, ২০২৫
নিউজ ডেস্ক : নাফ নদী থেকে আরাকান আর্মি কর্তৃক গত ১৬ দিনে ধরে নিয়ে যাওয়া ৬ ট্রলারসহ ৫১ জেলেকে বাংলাদেশে ফেরত আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিজিবি কক্সবাজার সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টায় সেক্টর হেডকোয়ার্টারস রামুতে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মহিউদ্দিন আহমেদ বলেন, ‘নাফ নদীতে বিজিবি ও কোস্ট গার্ডের টহল তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। তাই নাফ নদীতে আরাকান আর্মির কোনো সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের সুযোগ নেই, বাংলাদেশ অংশে তারা প্রবেশ করে জেলেদের ধরে নিতে পারবে না।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ১৭৪ কিলোমিটার সীমান্ত মিয়ানমারের সঙ্গে সংযুক্ত। মিয়ানমারে জাতিগত সংঘাত চলছে। সে কারণে বাংলাদেশের সীমান্তেও অস্থিরতা বিরাজ করছে। সেই অস্থিরতা সত্ত্বেও প্রযুক্তিগত, অবকাঠামোগত ও জনবলসহ নানা সংকটের মধ্যেও আমরা সীমান্ত রক্ষায় দায়িত্ব পালন করে যাচ্ছি।’
কক্সবাজার সেক্টর কমান্ডার বলেন, ‘সীমান্তে দায়িত্ব পালন করতে গিয়ে আমরা কখনো কখনো হামলার শিকার হই। বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়।’
নাফ নদীতে মাছ শিকার করতে গিয়ে অপহরণের শিকার হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘অনেক সময় জেলেরা মাছ শিকারকে আড়াল করে মাদক পাচারে জড়িয়ে পড়ে। তাদের দমনেও বিজিবি বদ্ধপরিকর।’




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest