প্রকাশিত: ৭:২৪ পূর্বাহ্ণ, আগস্ট ২২, ২০২৫
বিনোদন ডেস্ক : চলচ্চিত্রের দুনিয়া যেন প্রতি বছরই নতুন স্বপ্ন আর ঝলমলে আলো নিয়ে হাজির হয়। ২০২৫ সালের প্রথমাংশের ছবিগুলোও তার ব্যতিক্রম নয়। কোথাও ভৌতিক আতঙ্ক, কোথাও প্রেম ও টাকার টানাপোড়েন, কোথাও আবার যুদ্ধক্ষেত্রের নির্মমতা বা সম্পর্কের গভীর মানবিকতা। ভয়, হাসি, কান্না, শিহরণ সবকিছুর মিশেলে ২০২৫ সালের সবচেয়ে আলোচিত ১৬টি চলচ্চিত্র নিয়ে আমাদের আজকের আয়োজন।
এবছরের সবচেয়ে আলোচিত এই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন জ্যাক ক্রেগার। অভিনয়ে জুলিয়া গার্নার, জশ ব্রোলিন, অলডেন এহরেনরাইক প্রমুখ। মুক্তি পায় জানুয়ারি ২০২৫ সালে। এই ভৌতিক গল্পে এক রাতের অন্ধকারে ১৭ শিশু হঠাৎ উধাও হয়ে যায়, যার রহস্য অনুসন্ধান চলে বিভিন্ন চরিত্রের চোখ দিয়ে। আয় এখনো চলমান। শিহরণ জাগানো আবহ আর ছিন্নভিন্ন গল্পের টানাটানিই এর মূল আকর্ষণ।

স্পাইক লি নির্মিত এই থ্রিলারে ধনবান সঙ্গীত ব্যবসায়ীকে (ডেনজেল ওয়াশিংটন) মুক্তিপণের অর্থ দিতে হবে কি না-এই দোটানা ঘিরে উত্তেজনা। অভিনয়ে আছেন জেফরি রাইট, এ এস এ প রকি প্রমুখ। মুক্তি অক্টোবর ২০২৫। মুক্তির আগেই আলোচনায় এসেছে সামাজিক বৈষম্য ও নৈতিক সংকটের টানাপোড়েনের জন্য।

ড্যানি ও মাইকেল ফিলিপ্পো যুগল নির্মিত ছবিটির অভিনয়ে স্যালি হকিন্স, বিলি ব্যারাট, সোরা ওং। মুক্তি অক্টোবর ২০২৫। এক পালক মায়ের রহস্যময় অতীত আর অনাথ ভাইবোনের ভয়ংকর অভিজ্ঞতা ঘিরে গল্প। প্রচলিত ভয় দেখানোর চেয়ে আবেগের ঘনত্বই এর মূল চালিকাশক্তি।

এবছরের ছবিগুলোর মধ্যে সম্ভবত সবচেয়ে বেশি আলোচনা চলছে এই ছবিটিকে নিয়েই। নির্মাণ করেছেন সেলিন সং। অভিনয়ে ডাকোটা জনসন, ক্রিস ইভান্স, পেদ্রো পাস্কাল। মুক্তি জুন ২০২৫। এই রোমান্টিক কৌতুক ছবিতে দেখা যাবে প্রেম, আকর্ষণ ও টাকার বাস্তবতা-একজন ম্যাচমেকারের জীবনে ফিরে আসে পুরোনো প্রেমিক আর নতুন ধনকুবের। বিশ্বব্যাপী আয়ের পরিমাণ প্রায় ৪৭ কোটি টাকা সমমূল্য।

পরিচালনা জেমস গ্রিফিথস। অভিনয়ে ক্যারি মালিগান, টিম কি, টম বাসডেন। মুক্তি মে ২০২৫ যুক্তরাজ্যে, যুক্তরাষ্ট্রে জুলাই ২০২৫। প্রাক্তন ফোক গানের জুটি এক অদ্ভুত ধনীর ডাকে আবার মঞ্চে ওঠে; মজার সঙ্গে মিশে থাকে স্নিগ্ধ কষ্ট।

আলেক্স রাসেলের প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি। অভিনয়ে আর্চি মাডেকউয়ে ও থেওদোর পেলেরিন। মুক্তি আগস্ট ২০২৫। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘনিষ্ঠতার আবরণে ঢুকে পড়া এক ভক্ত ধীরে ধীরে বিপজ্জনক ছায়ায় রূপ নেয়-মনস্তাত্ত্বিক টানটান উত্তেজনায় গড়া।

নির্মাণ ড্রু হ্যানকক। অভিনয়ে জ্যাক কোয়েড, সোফি থ্যাচার। মুক্তি ডিসেম্বর ২০২৫। দূরবর্তী অরণ্যে ধনী রাশিয়ান ব্যবসায়ীর অবকাশযাপনকেন্দ্রে ঘটতে থাকে অদ্ভুত কাণ্ড। স্যাটায়ার, উত্তেজনা আর স্বল্প দৈর্ঘ্যের দ্রুত গতি-সব মিলিয়ে রসালো অভিজ্ঞতা।

রায়ান কুগলার নির্মিত এই ভ্যাম্পায়ারঘেরা নাটকে ১৯৩২ সালের মিসিসিপি অঙ্গরাজ্যে এক যমজ ভাইয়ের (মাইকেল বি জর্ডান) সংগীত-নৃত্য-আড্ডা কেন্দ্র হঠাৎ হয়ে ওঠে ভয়ংকর শক্তির আস্তানা। মুক্তি জুন ২০২৫। বিশ্বব্যাপী আয় প্রায় ৩৬৬ কোটি টাকা সমমূল্য। গোল্ডেন ট্রেলার পুরস্কার ও সমালোচক পছন্দের পুরস্কারসহ একাধিক সম্মাননা পেয়েছে।

মিরান্ডা ইউসেফের নির্মিত তথ্যচিত্র। শিল্পী থমাস কিনকেডের উজ্জ্বল ইমেজের আড়ালের অন্ধকার দিক উন্মোচন করে। ফেস্টিভ্যালে ঘুরেছে, সীমিত মুক্তি পেয়েছে। আয়ের তথ্য সীমিত।

অ্যালেক্স গারল্যান্ড ও রে মেনডোজার যৌথ নির্মাণ। মুক্তি নভেম্বর ২০২৫। মার্কিন নৌবাহিনীর বিশেষ বাহিনী ও সন্ত্রাসী সংঘর্ষের বাস্তবচিত্র তুলে ধরে। যুদ্ধের ভয় ও সাহস-দুটোরই নির্মমতা এতে প্রকাশ পায়।

ক্রিস্টোফার অ্যান্ড্রুজের প্রথম ছবি। অভিনয়ে ক্রিস্টোফার অ্যাবট, ব্যারি কিওগান, কোলম মিনি। মুক্তি ফেব্রুয়ারি ২০২৫। আয়ারল্যান্ডের দুর্গম এলাকায় ভেড়া পালক সম্প্রদায়ের রক্তাক্ত দ্বন্দ্ব ও প্রতিশোধের গল্প। বিশ্বব্যাপী আয় প্রায় ৫৬ হাজার মার্কিন ডলার সমমূল্য।

ফরাসি নির্মাতা আলাঁ গিরোডির নাটকীয় কৌতুক-রহস্য। মুক্তি অক্টোবর ২০২৪ ফ্রান্সে; ২০২৫ সালে আলোচনায়। বিশ্বব্যাপী আয় প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা সমমূল্য। লুই দেলুক পুরস্কার ২০২৪ জিতেছে এবং ফ্রান্সের সিজার পুরস্কারে একাধিক মনোনয়ন পেয়েছে।

লুইজ কুরভোয়াজিয়ের নির্মাণ। জুরা অঞ্চলের টোটোন নামের এক তরুণ বাবার মৃত্যুর পর বোনকে নিয়ে বেঁচে থাকতে চিজ তৈরির স্বপ্নে নামে। কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত; ফরাসি সিজার পুরস্কারে সেরা প্রথম ছবি বিভাগে জয়ী। আয় প্রায় ৭ কোটি টাকা সমমূল্য।

সিগ্রিড নুনিয়েজের উপন্যাস অবলম্বনে। অভিনয়ে নাওমি ওয়াটস, বিল মারে। মুক্তি মার্চ-এপ্রিল ২০২৫। এক নারী তার বন্ধুর রেখে যাওয়া বিশাল কুকুরকে নিয়ে শোক ও ভালোবাসার ভারসাম্য খুঁজে বেড়ান।

নিক পার্ক ও মার্লিন ক্রসিংহ্যামের নির্মিত অ্যানিমেশন। মুক্তি ডিসেম্বর ২০২৪ বিবিসিতে, জানুয়ারি ২০২৫ নেটফ্লিক্সে। সীমিত প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়ে প্রায় ১৯ লাখ টাকা সমমূল্য আয়। গোল্ডেন গ্লোব অ্যানিমেশন বিভাগে মনোনয়ন পেয়েছে, অস্কারেও মনোনীত হয়েছে।

রুঙ্গানো নিয়োনির জ্যাম্বিয়ান নাটক। মুক্তি জুলাই ২০২৫। এক অন্ত্যেষ্টিক্রিয়ার আড়ালে পারিবারিক গোপন ক্ষত উন্মোচিত হয়। সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে এবং বিভিন্ন উৎসবে পুরস্কার ও মনোনয়ন পেয়েছে।

মানুষ যতদিন গল্পের খিদে নিয়ে বাঁচবে, ততদিন সিনেমা তার জাদু হারাবে না। ২০২৫ সালের এই ছবিগুলো কারও কাছে ভয়ের টান, কারও কাছে ভালোবাসার উষ্ণতা, কারও কাছে ইতিহাসের ছায়া আবার কারও কাছে ভবিষ্যতের আভাস এনে দিয়েছে। পর্দা তো শেষ পর্যন্ত কেবল রূপালি নয়, আমাদের মনের আয়না-আপনি কোন ছবির সামনে গিয়ে নিজের প্রতিচ্ছবি দেখতে চান?




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest