বলের জন্য সুরমায় নিখোঁজ কিশোর আবির

প্রকাশিত: ৭:২১ পূর্বাহ্ণ, আগস্ট ১৯, ২০২৫

বলের জন্য সুরমায় নিখোঁজ কিশোর আবির

3

নিউজ ডেস্ক : সিলেটে সুরমায় পড়ে নিখোঁজ হয়েছে ১৩ বছরের এক মাদরাসা ছাত্র। তার নাম আবির, তবে তার পিতার নাম জানা যায়নি।

 

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে নগরীর বেতেরবাজার এলাকায় সুরমায় পড়ে যাওয়া বল উদ্ধার করতে গিয়ে আবির নিখোঁজ হয়।

 

জানা গেছে, তারা সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থনার বেতের বাজার এলাকায় ভাড়াটিয়া হিসাবে থাকেন। তার পৈতৃক বাড়ি গোয়াইনঘাটের জাফলংয়ে।

5

 

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় একটি মাদরাসায় লেখাপড়া করতো আবির। দু’দিন আগে তার একটি ফুটবল সুরমায় পড়ে গেলে সেটি আর সংগ্রহ করা সম্ভব হয়নি। এ নিয়ে সে অনেক কান্নাকাটি করলে সোমবার তার পিতা আবারও একটি বল কিনে দেন।

1

 

মঙ্গলবার দুপুরের দিকে মাদরাসা থেকে ফিরে কয়েকজন বন্ধুর সাথে বল নিয়ে খেলছিল আবির। হঠাৎ বলটি সুরমায় পড়ে গেলে সেও নদীতে নেমে বলটি ধরে ফেলে। কিন্তু এরপর তীরে ভেড়ার আগে আবার বলটি হাত ফসকে স্রোতের টানে দূরে চলে গেলে ছেলেটি ডুবতে শুরু করে। সে ভালো করে সাঁতার জানতোনা।

4

 

একজন প্রত্যক্ষদর্শী দূর থেকে তাকে হাত তুলতে দেখে দৌড়ে আসেন। কিন্তু ততক্ষনে ছেলেটি সুরমায় তলিয়ে যায়।

 

8

সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পাশাপাশি স্থানীয় কয়েকজন ডুবুরি নদীতে নেমে আবার যুবকদের কয়েকজন নৌকা নিয়ে খুঁজলেও তার কোনো সন্ধান মিলেনি।

 

এদিকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করলেও বিকেল সাড়ে ৫টা পর্যন্ত আবিরকে পাওয়া যায়নি। তারা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

 

তবে সিলেট ফায়ার সার্ভিস ডুবুরি ইউনিটের প্রধান আবুল হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে কথা বলেন।

 

জানান স্রোত প্রবল। এদিকে পানিও অপরিস্কার। তাই খুঁজতে সমস্যা হচ্ছে। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
7