প্রকাশিত: ৮:৩২ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০২৫
নিউজ ডেস্ক : বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, এই দেশ সবার, এখানে ধর্ম, জাতি, গোত্রভেদে কোনও ভেদাভেদ থাকবে না। সবার অধিকার সমান। সম্প্রীতি বজায় রাখা ও শান্তিতে বসবাস করাই হোক আমাদের অঙ্গীকার।
শনিবার (১৬ আগস্ট) ঢাকার পলাশী মোড়ে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধনকালে এসব কথা বলেন সেনাবাহিনী প্রধান ।
সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে সেনাপ্রধান বলেন, বাংলাদেশে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি ও বাঙালি-সব সম্প্রদায় সৌহার্দ্যপূর্ণভাবে বসবাস করে আসছি। আজকের দিনে আমরা নতুন করে অঙ্গীকার করি, এ সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করব।
তিনি বলেন, সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে। আপনারা নিশ্চিন্তে থাকবেন, নিরাপদে উৎসব উদযাপন করবেন। যেকোনো ধর্মীয় উৎসব আমাদের সম্মিলিত আনন্দের উৎস। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় আপনাদের পাশে আছে, পাশে থাকবে।
জন্মাষ্টমীর তাৎপর্য তুলে ধরে সেনাপ্রধান বলেন, আজকের এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ যেন সবার মাঝে ছড়িয়ে পড়ে। তার শিক্ষা হোক আমাদের চলার পথের দিশারি।
পরে তিন বাহিনীর প্রধানদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পলাশী মোড় থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest